শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না, রাজস্থানের খাটু শ্যাম মন্দিরের দর্শন এবার আসানসোলেই, ভাবছেন কীভাবে যাবেন? রইল রুট ম্যাপ
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
Asansol Durga Puja: আসানসোলের বিগ বাজেটের পুজোর মধ্যে একটি অন্যতম পুজো হচ্ছে আপকার গার্ডেনের পুজো। ৮৬'তম বর্ষে তাদের থিম ছিল রাজস্থানের খাটু শ্যাম মন্দির। দর্শনার্থীদের জন্য শেষ সুবর্ণ সুযোগ।
আসানসোল, পশ্চিম বর্ধমান, রিন্টু পাঁজা: রাজস্থানের বিখ্যাত খাটু শ্যাম মন্দির যা দেশ তথা দেশের বাইরের বহু মানুষ আসেন দর্শন করতে। অনেক সময় আমাদের হয়তো যাওয়া হয়ে ওঠে না। তাই সেই সমস্ত দর্শনার্থীদের জন্য শেষ সুবর্ণ সুযোগ। আসানসোলে বসেই পেয়ে যাবেন রাজস্থানের বিখ্যাত শ্যাম মন্দিরের আদলে পুজোর মণ্ডপ। আসানসোলের বিগ বাজেটের পুজোর মধ্যে একটি অন্যতম পুজো হচ্ছে আপকার গার্ডেনের পুজো।
এবারে প্রায় ২৮ লক্ষ টাকা বাজেটে রাজস্থানের বিখ্যাত শ্যাম মন্দিরের আদলে ফুটিয়ে তোলা হয়েছে পুজোর মণ্ডপ। সমগ্র মণ্ডপটিতে যে সমস্ত উপকরণ দিয়ে সাজানো হয়েছে তার মধ্যে অন্যতম কাঠ ও কাঁচ। কাঠের কারুকার্য ও কাঁচের বিভিন্ন সৌন্দর্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ মণ্ডপের অন্দর। পাশাপাশি বিভিন্ন নতুনত্ব আলোকসজ্জা লাগানো হয়েছে মণ্ডপের ভিতরে। পুজোয় অন্যান্য জায়গায় ঘোরাঘুরির ফাঁকে এখনও যারা যেতে পারেননি সেই সমস্ত দর্শনার্থীদের জন্য একদম শেষ সুযোগ।
advertisement
আরও পড়ুনঃ শেকল ও দড়ি বেঁধে শ্মশানকালীর বিসর্জন! হাজারো ভক্তের সমাগমে মায়ের বিদায়, অতীতের রীতি জানলে রীতিমত চমকে উঠবেন
এই পুজো মণ্ডপে দর্শনার্থীরা এলেই দেখতে পাবেন এক অনবদ্য কারুকার্য করা স্থাপত্য। যেখানে আপনি রাজস্থানের শ্যাম মন্দিরের ছোঁয়া পাবেন। এবছর ৮৬’তম বর্ষে পদার্পণ করল আপকার গার্ডেনের পুজো। প্রত্যেক বছরই তারা সাবেকিয়ানার প্রতিমা তৈরি করেন। তাদের প্রতিমায় একটি বিশেষ চমক থাকে। স্বাভাবিকভাবেই তাদের প্রতিমা দেখতে দূর দূরান্তের মানুষ ভিড় জমান তাই প্রত্যেক বছর তারা প্রতিমা ও মণ্ডপের জন্য প্রশংসা পান এলাকার মানুষদের কাছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বিদায়বেলায় টয় ট্রেন চেপে পাহাড় ঘুরলেন মা! কৈলাসের পথে উমা, আবার এক বছরের অপেক্ষা শুরু
পুজোর বিভিন্ন মণ্ডপ দেখার ব্যস্ততার ফাঁকে যারা এখনও দেখে উঠতে পারেনি এই আপকার গার্ডেনের পুজো তাদের জন্য শেষ সুবর্ণ সুযোগ। একবারে আসানসোলে এসেই চলে আসুন বাস বা অটো ধরে বিএনআর মোড়ে। সেখান থেকে আপকার গার্ডেন হাটা পথেই পেয়ে যাবেন এই রাজস্থানের বিখ্যাত শ্যাম মন্দির।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
October 03, 2025 9:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না, রাজস্থানের খাটু শ্যাম মন্দিরের দর্শন এবার আসানসোলেই, ভাবছেন কীভাবে যাবেন? রইল রুট ম্যাপ