বিদায়বেলায় টয় ট্রেন চেপে পাহাড় ঘুরলেন মা! কৈলাসের পথে উমা, আবার এক বছরের অপেক্ষা শুরু
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Uma Returns to Kailash: দশমীর বিকেলে প্রতিমাকে কাঁধে নিয়ে দার্জিলিং শহর প্রদক্ষিণের পর পৌঁছে দেওয়া হয় রেলস্টেশনে। সেখানেই দার্জিলিং হিমালয়ান রেলের সহযোগিতায় প্রতিমা উঠল খেলনা গাড়ি, অর্থাৎ টয় ট্রেনে।
advertisement
advertisement
দীর্ঘ দশ বছর পর এবার আবারও ফিরল সেই পুরনো রীতি। দশমীর বিকেলে প্রতিমাকে কাঁধে নিয়ে দার্জিলিং শহর প্রদক্ষিণের পর পৌঁছে দেওয়া হয় রেলস্টেশনে। সেখানেই দার্জিলিং হিমালয়ান রেলের সহযোগিতায় প্রতিমা উঠল খেলনা গাড়ি, অর্থাৎ টয় ট্রেনে। এরপর বাংলাখোলা পর্যন্ত টয় ট্রেনে যাত্রা শেষে সেখানেই সম্পন্ন হয় বিসর্জন।
advertisement
advertisement
advertisement






