East Bengal Club: ইস্টবেঙ্গলের ১০৪ তম প্রতিষ্ঠা দিবস বেশ আড়ম্বরের সঙ্গেই পালন শিলিগুড়িতে
- Published by:Siddhartha Sarkar
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
বিভিন্ন স্থানীয় ক্লাবের সমর্থক হলেও তাঁরা অবশ্য সবাই ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে এক সুতোয় বাঁধা। প্রত্যেকেই নিজেদের লাল-হলুদ সমর্থক বলে পরিচয় দেন। তাই বিভিন্ন পেশা ও কাজের সঙ্গে যুক্ত থেকেও এদিন তাঁরা ফ্যান ক্লাবের অনুষ্ঠানে যোগ দিতে আসেন।
শিলিগুড়ি: লাল-হলুদ ব্রিগেডের ‘সেকেন্ড হোম’ বলা হয় শিলিগুড়িকে। তাই ইস্টবেঙ্গলের ১০৪ তম প্রতিষ্ঠা দিবস বেশ আড়ম্বরের সঙ্গেই পালন করল ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব। এদিন লাল-হলুদ বেলুন ও পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয় গোটা ইস্টবেঙ্গল রোড। কেক কেটে, পতাকা উত্তোলন করে তাঁরা দিনটি নিজেদের মতো করে পালন করেন।
এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে ক্লাবের পতাকা উত্তোলন করেন ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক বাসুদেব ঘোষ। পরবর্তীতে শিলিগুড়ি ‘ইস্টবেঙ্গল ক্লাবের’ ১০৪তম এবং ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সপ্তমতম কেক কেটে দিনটি উদযাপন হয়। পাশাপাশি ক্লাবের ইতিহাস নিয়ে বক্তব্য তুলে ধরেন শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান্স ক্লাবের সদস্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়াপ্রেমী মদন ভট্টাচার্য, নান্টু পাল-সহ ক্রীড়া পরিষদ বিভিন্ন ক্লাব ও সংগঠনের সদস্য সমর্থকরা।
advertisement
advertisement
শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু সমর্থক এদিন এই অনুষ্ঠানে এসেছিলেন। বিভিন্ন স্থানীয় ক্লাবের সমর্থক হলেও তাঁরা অবশ্য সবাই ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে এক সুতোয় বাঁধা। প্রত্যেকেই নিজেদের লাল-হলুদ সমর্থক বলে পরিচয় দেন। তাই বিভিন্ন পেশা ও কাজের সঙ্গে যুক্ত থেকেও এদিন তাঁরা ফ্যান ক্লাবের অনুষ্ঠানে যোগ দিতে আসেন। শিলিগুড়িতে বেশিরভাগই ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক। ক্লাবের কোনও খেলা হলে স্টেডিয়ামে কানায় কানায় শুধুই থাকে ইস্টবেঙ্গল সমর্থক। এদিন সকলে উপস্থিত থাকতে না পারলেও অনেকেই শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন ক্লাবকে।
advertisement
ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের কার্যকরী কমিটির সভাপতি মদন ভট্টাচার্য জানান, ‘‘আমাদের লড়াই কলকাতা ফুটবল লিগ দিয়ে শুরু হয়ে গেছে। এবারের ফুটবল টিমও খুব ভাল হয়েছে। আমরা আশাবাদী এবছর সমস্ত ট্রফি ইস্টবেঙ্গলের ঘরেই আসবে।’’
অনির্বাণ রায়
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 01, 2023 7:28 PM IST