Supermoon 2023: একমাসে দু’টি সুপারমুন! কীভাবে কখন দেখবেন, জেনে নিন বিস্তারিত

Last Updated:
মঙ্গলবার ১ অগাস্ট পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করতে পারবেন সুপারমুন। আবার মাসের একেবারে শেষ দিন ৩০ অগাস্ট দেখা যাবে ব্লু মুন।
1/10
একই মাসে দু’টি পূর্ণিমা, বিরল ঘটনা। আর এমনই ঘটবে অগাস্ট মাসে। শুধু তাই নয়, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হবে অনেকটা কম তাই সন্ধ্যার আকাশে অনেকটা বড় হয়ে দেখা দেবে আদরের চাঁদ।
একই মাসে দু’টি পূর্ণিমা, বিরল ঘটনা। আর এমনই ঘটবে অগাস্ট মাসে। শুধু তাই নয়, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হবে অনেকটা কম তাই সন্ধ্যার আকাশে অনেকটা বড় হয়ে দেখা দেবে আদরের চাঁদ।
advertisement
2/10
একই মাসে দু’টি পূর্ণিমা, বিরল ঘটনা। আর এমনই ঘটবে অগাস্ট মাসে। শুধু তাই নয়, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হবে অনেকটা কম তাই সন্ধ্যার আকাশে অনেকটা বড় হয়ে দেখা দেবে আদরের চাঁদ।
একই মাসে দু’টি পূর্ণিমা, বিরল ঘটনা। আর এমনই ঘটবে অগাস্ট মাসে। শুধু তাই নয়, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব হবে অনেকটা কম তাই সন্ধ্যার আকাশে অনেকটা বড় হয়ে দেখা দেবে আদরের চাঁদ।
advertisement
3/10
 মঙ্গলবার সন্ধ্যায় প্রথম দক্ষিণ-পূর্ব কোণে যখন প্রথম চাঁদ উঠবে, স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা উজ্জ্বল এবং বড় হবে সে। এই দিন চাঁদের দূরত্ব পৃথিবী থেকে মাত্র ২,২২,১৫৯ কিলোমিটার বা ৩,৫৭,৫৩০ মাইল হতে চলেছে। এই দূরত্বে থাকলে চাঁদকে ‘সুপারমুন’ বলা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় প্রথম দক্ষিণ-পূর্ব কোণে যখন প্রথম চাঁদ উঠবে, স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা উজ্জ্বল এবং বড় হবে সে। এই দিন চাঁদের দূরত্ব পৃথিবী থেকে মাত্র ২,২২,১৫৯ কিলোমিটার বা ৩,৫৭,৫৩০ মাইল হতে চলেছে। এই দূরত্বে থাকলে চাঁদকে ‘সুপারমুন’ বলা হয়।
advertisement
4/10
আবার মাসের শেষ দিন ৩০ অগাস্টের রাতেও চাঁদ ধরা দেবে সুপারমুন অবতারেই। সেদিন তার দূরত্ব হবে আরও কম, প্রায় ২,২২,০৪৩ মাইল বা ৩,৫৭,৪৪৪ কিলোমিটার। একই মাসে দ্বিতীয় পূর্ণিমা, সারা বিশ্বের কাছে এটি ব্লু-মুন। যা অত্যন্ত বিরল।
আবার মাসের শেষ দিন ৩০ অগাস্টের রাতেও চাঁদ ধরা দেবে সুপারমুন অবতারেই। সেদিন তার দূরত্ব হবে আরও কম, প্রায় ২,২২,০৪৩ মাইল বা ৩,৫৭,৪৪৪ কিলোমিটার। একই মাসে দ্বিতীয় পূর্ণিমা, সারা বিশ্বের কাছে এটি ব্লু-মুন। যা অত্যন্ত বিরল।
advertisement
5/10
নাসার অবসরপ্রারপ্ত জ্যোতির্পদার্থবিজ্ঞানী ফ্রেড এসপেনাক, বলেন, ‘উষ্ণ গ্রীষ্মের রাতে সূর্যাস্তের কয়েক মিনিটের মধ্যে আকাশের পূর্ব দিকে পূর্ণিমার চাঁদ দেখা দেয়। এটাই আদর্শ সময় খুব ভাল করে চাঁদ দেখার জন্য।’
নাসার অবসরপ্রারপ্ত জ্যোতির্পদার্থবিজ্ঞানী ফ্রেড এসপেনাক, বলেন, ‘উষ্ণ গ্রীষ্মের রাতে সূর্যাস্তের কয়েক মিনিটের মধ্যে আকাশের পূর্ব দিকে পূর্ণিমার চাঁদ দেখা দেয়। এটাই আদর্শ সময় খুব ভাল করে চাঁদ দেখার জন্য।’
advertisement
6/10
ভার্চুয়াল টেলিস্কোপ প্রজেক্টের প্রতিষ্ঠাতা ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী জিয়ানলুকা মাসি জানান, শেষবার একই মাসে দু’টি পূর্ণিমা দেখা গিয়েছিল সালে। ২০২৩ সালের পর ফের এমন বিরল যোগ তৈরি হবে আগামী ২০৩৭ সালে।
ভার্চুয়াল টেলিস্কোপ প্রজেক্টের প্রতিষ্ঠাতা ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী জিয়ানলুকা মাসি জানান, শেষবার একই মাসে দু’টি পূর্ণিমা দেখা গিয়েছিল সালে। ২০২৩ সালের পর ফের এমন বিরল যোগ তৈরি হবে আগামী ২০৩৭ সালে।
advertisement
7/10
মঙ্গলবার সন্ধ্যায় সুপারমুন দেখার অভিজ্ঞতাকে লাইভ ওয়েবকাস্ট করতে চাইছেন মাসি। সন্ধ্যায় প্রথম চাঁদ যখন উঠবে রোমের কলোসিয়ামের মাথার উপর তখন তার দিকে চোখ রেখে বসে থাকবেন মাসি।
মঙ্গলবার সন্ধ্যায় সুপারমুন দেখার অভিজ্ঞতাকে লাইভ ওয়েবকাস্ট করতে চাইছেন মাসি। সন্ধ্যায় প্রথম চাঁদ যখন উঠবে রোমের কলোসিয়ামের মাথার উপর তখন তার দিকে চোখ রেখে বসে থাকবেন মাসি।
advertisement
8/10
 তিনি বলেন, ‘আমার পরিকল্পনা হল এর সৌন্দর্যকে ধরে রাখা... আশা করি আমাদের দর্শকদের কাছে এই আবেগ সম্পূর্ণ রূপে প্রকাশিত হবে।’ আসলে সুপারমুন আকাশ দেখার এবং আবিষ্কার করার দুর্দান্ত সুযোগ দেয় বলে তিনি মনে করেন।
তিনি বলেন, ‘আমার পরিকল্পনা হল এর সৌন্দর্যকে ধরে রাখা... আশা করি আমাদের দর্শকদের কাছে এই আবেগ সম্পূর্ণ রূপে প্রকাশিত হবে।’ আসলে সুপারমুন আকাশ দেখার এবং আবিষ্কার করার দুর্দান্ত সুযোগ দেয় বলে তিনি মনে করেন।
advertisement
9/10
 ২০২৩ সালে মোট চারটি সুপারমুন হওয়ার কথা। সেই অনুযায়ী প্রথম সুপারমুন দেখা গিয়েছিল গত জুলাই মাসে। চতুর্থ ও শেষ সুপারমুনটি পৃথিবীর মানুষ দেখতে পাবেন আগামী সেপ্টেম্বর মাসে। আর এই দুইয়ের মাঝখানে দু’টি সুপারমুন দেখা যাবে অগাস্টে। মাসের একেবারে প্রথম আর শেষ দিনে।
২০২৩ সালে মোট চারটি সুপারমুন হওয়ার কথা। সেই অনুযায়ী প্রথম সুপারমুন দেখা গিয়েছিল গত জুলাই মাসে। চতুর্থ ও শেষ সুপারমুনটি পৃথিবীর মানুষ দেখতে পাবেন আগামী সেপ্টেম্বর মাসে। আর এই দুইয়ের মাঝখানে দু’টি সুপারমুন দেখা যাবে অগাস্টে। মাসের একেবারে প্রথম আর শেষ দিনে।
advertisement
10/10
আকাশ পরিষ্কার থাকলে দূরবীন বা টেলিস্কোপগুলি দিয়েই চাঁদ দেখা যেতে পারে। এসপেনাক বলেছেন, এই সময় চন্দ্রপৃষ্ঠের নানা ছবি খুব স্পষ্ট হয়ে উঠতে পারে।
আকাশ পরিষ্কার থাকলে দূরবীন বা টেলিস্কোপগুলি দিয়েই চাঁদ দেখা যেতে পারে। এসপেনাক বলেছেন, এই সময় চন্দ্রপৃষ্ঠের নানা ছবি খুব স্পষ্ট হয়ে উঠতে পারে।
advertisement
advertisement
advertisement