১৩০ ফুট এলাকা জুড়ে ৭৫ ফুটের 'সোনার বাংলা'! শিল্পাঞ্চলে হস্তশিল্পের মেলবন্ধন, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পীর হাতের জাদুতে মোহিত সকলে

Last Updated:

Durga Puja 2025: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অন্যতম এই বিগ বাজেটের দুর্গাপুজোর এবারের  থিম ছিল 'সোনার বাংলা'। ১৩০ ফুট এলাকা জুড়ে ও ৭৫ ফুট উচ্চতায় ওই বিশাল মণ্ডপ গড়ে তোলা হয়েছে। মণ্ডপের নানান কারুকার্য ও শিল্পকলা ফুটিয়ে তুলেছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সুখ্যাত মণ্ডপ শিল্পী গৌরাঙ্গ কুইল্যা।

+
দুর্গাপুর

দুর্গাপুর চতুরঙ্গ সর্বজনীন দুর্গাপুজো 

দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, দীপিকা সরকার:  দুর্গাপুরের চতুরঙ্গ সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর থিম নিয়ে বরাবরই উৎসুক থাকেন দর্শনার্থীরা। আর প্রতিবছরই একের পর এক চমক দিয়ে চলেছে এই পুজো কমিটি। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের অন্যতম এই বিগ বাজেটের দুর্গাপুজোর এবারের  থিম ছিল ‘সোনার বাংলা’। ১৩০ ফুট এলাকা জুড়ে ও ৭৫ ফুট উচ্চতায় ওই বিশাল মণ্ডপ গড়ে তোলা হয়েছে। মণ্ডপ তৈরি হয়েছে বাঁশ, বেত, কাঠের বাটাম, হোগলা পাতা, শুকনো আঁকাবাঁকা ডালপালা, কাপড়, পাট ও ডোকরার মূর্তি-সহ ফাইবারের নানান মডেল দিয়ে। বাংলার প্রায় সমস্ত রকমের হস্ত, ক্ষুদ্র ও কুটির শিল্পের নিদর্শন ফুটে উঠেছে এই মণ্ডপে।
আরও পড়ুনঃ বিজয়াতে উৎসবের সমাপ্তি! মাল নদীতে হাইড্রার সাহায্যে প্রতিমা বিসর্জন, হড়পা বানে মৃত্যু এড়াতে মোতায়েন বিশাল বিপর্যয় মোকাবিলা দল
মণ্ডপের নানান কারুকার্য ও শিল্পকলা ফুটিয়ে তুলেছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত সুখ্যাত মণ্ডপ শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। তাঁর নিখুঁত শিল্পকর্ম ও সম্পূর্ণ অভিনব পরিকল্পনায় মণ্ডপ সেজে উঠেছে অত্যাধুনিক আলোকসজ্জায়। পুজো কমিটির চিফ পেট্রন কবি দত্ত ও সভাপতি রামকৃষ্ণ মুখোপাধ্যায় জানান, তাঁদের  পুজো ৩৮’তম বর্ষে পদার্পণ করেছে। বাংলার ক্ষুদ্র ও কুটির শিল্পের সুনাম রয়েছে বিশ্বব্যাপী। পশ্চিম বাংলার হস্ত, ক্ষুদ্র ও কুটির শিল্পের মেলবন্ধনেই গড়ে উঠেছে তাঁদের দুর্গাপুজোর মণ্ডপ।মণ্ডপের সঙ্গে মানানসই দুর্গা প্রতিমাও গড়েছেন শিল্পী গৌরাঙ্গ কুইল্যা।
advertisement
আরও পড়ুনঃ পাঁচ দিনের আনন্দময় উৎসবের সমাপ্তি! ২৫ রূপে মাতৃবন্দনা শেষে দশমীতে গঙ্গাসাগরে সিঁদুর খেলায় বিষাদের মাঝেও যেন উৎসবের সুর
দুর্গাপুর শিল্পাঞ্চল ছাড়াও আশপাশের জেলা থেকেও বহু দর্শনার্থী মণ্ডপ দর্শন করতে এসেছেন। দিনে ও রাতে সমানতালে হাজার হাজার দর্শনার্থী মণ্ডপ ও প্রতিমা দর্শন করতে ভিড় করেছেন। দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে চতুরঙ্গ ময়দানের সুন্দর খোলা-মেলা পরিবেশে দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা বিশ্রাম নেন। পুজোকে কেন্দ্র করে ছোট আকারের মেলা বসেছে। পুজোকে কেন্দ্র করে প্রতিবছরই সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান হয় এখানে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পঞ্চমী থেকে প্রতিদিন সাংস্কৃতিক ও বিচিত্রানুষ্ঠান হয়েছে। এবার  মঞ্চে এসেছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অঙ্কিতা ভট্টাচার্য, শোভন গঙ্গোপাধ্যায় ও অন্বেষা পাত্র-সহ বহু বিশিষ্ট  শিল্পীরা। এবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্যার তৈরি মণ্ডপ ও প্রতিমা দর্শনার্থীদের নজর কেড়েছে। তৃতীয়া থেকেই  উপচে পড়েছিল দর্শনার্থীদের ভিড়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১৩০ ফুট এলাকা জুড়ে ৭৫ ফুটের 'সোনার বাংলা'! শিল্পাঞ্চলে হস্তশিল্পের মেলবন্ধন, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পীর হাতের জাদুতে মোহিত সকলে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement