আসানসোলের প্রান্তপল্লী এলাকা। সেখান থেকেই বিষাক্ত চন্দ্রবোড়া সাপটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রান্তপল্লী সোসাইটি এলাকায় অনেক ফাঁকা জমি পড়ে রয়েছে। সেগুলির কোনও দেখভাল হয় না। আর সেখানেই বিভিন্ন বিষাক্ত জীবজন্তুর বসবাস হয়েছে। অবহেলায় পড়ে থাকা এই ফাঁকা জমিগুলিতে কখনও সাপ দেখা যায়। কখনও কোনও জন্তুকে পচাগলা অবস্থায় উদ্ধার করতে হয়। জমির মালিকদের অবহেলার জন্যই এমন পরিস্থিতি বলে অভিযোগ তুলছেন অনেকে।
advertisement
আরও পড়ুন: কলকাতা থেকে মাত্র ১ঘণ্টা দূরেই সবুজ ঘেরা পিকনিক স্পট! হাল্কা শীতে ঢুঁ মারবেন নাকি?
আরও পড়ুন: দিঘা থেকে ২০০ কিমি দূরে ফুঁসছে ঘূর্ণিঝড় মিধিলি, কোথায় করবে ল্যান্ডফল, রইল আপডেট
স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন, ভূমিহীন মানুষদের হাতে এই ফাঁকা জমিগুলি কম দামে তুলে দেওয়া হয়েছিল। যাতে তাঁরা বাড়ি তৈরি করে থাকতে পারেন। সরকারি প্রকল্পের অধীনে এই ফাঁকা জমিগুলি তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু অনেক জমির মালিক রয়েছেন, যাঁরা জমি কিনে রেখে সেগুলিকে ফেলে রেখে দিয়েছেন। সেখানে কোনও বসবাস বা ব্যবসা শুরু করেননি। যার ফলে অবহেলায় পড়ে রয়েছে ফাঁকা জমিগুলি। আর সেখান থেকেই এমন বিষাক্ত সাপ উদ্ধার হয়েছে। তিনি জমির মালিকদের কাছে আবেদন জানিয়েছেন, যাতে এই জমিগুলি ব্যবহারযোগ্য করে তোলা হয় বা সেগুলি পরিষ্কার হয়। যাতে করে বিষাক্ত সাপের উপদ্রব কমে।
নয়ন ঘোষ