Bangla News: প্রেমের সম্পর্কে মনোমালিন্য, তারপরেই বাথরুম থেকে দেহ উদ্ধার! যুবকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
Bangla News: পরিবারের দাবি, কোক-ওভেন থানার অধীন দুর্গাপুরের রায়ডাঙ্গা এলাকার বাসিন্দা এক যুবতীর সঙ্গে প্রায় সাত-আট মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবকের। সেখানে অশান্তির জেরেই কি এমন চরম সিদ্ধান্ত?
দুর্গাপুর: দুর্গাপুরের এ জোনের নর্থ অ্যাভিনিউ এলাকায় এক যুবকের রহস্যমৃত্যু। বুধবার ভোরে বাড়ির বাথরুম থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত যুবকের নাম শ্রেয় শর্মা, বয়স মাত্র ২৫।
পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, কোক-ওভেন থানার অধীন দুর্গাপুরের রায়ডাঙ্গা এলাকার বাসিন্দা এক যুবতীর সঙ্গে প্রায় সাত-আট মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবকের।
আরও পড়ুন: মিরাকল হয়! ইন্দিরা গান্ধির মৃত্যুর পর দিল্লির অশান্তিতে নিখোঁজ অনিল, ৪০ বছর পর বাড়ি ফিরলেন
দিদি পূজা শর্মার অভিযোগ, “সম্প্রতি ফোনে কথা বলার সময় ভাইয়ের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেছিল পরিবারের সদস্যরা। প্রায়শই দু’জনের মধ্যে মনোমালিন্য ও অশান্তির ঘটনাও ঘটত বলে দাবি পরিবারের। বিয়ের প্রস্তাব দেওয়া হলে যুবতীর পরিবার তা নাকোচ করে দেয়। এই ঘটনার পর থেকেই ভাই মানসিক অবসাদে ভুগছিল।”
advertisement
advertisement
আরও পড়ুন: বিপুল সংখ্যক কর্মী নিয়োগ মালদহ স্বাস্থ্য বিভাগে! জেনে নিন আবেদনের শেষ তারিখ
বুধবার ভোর পাঁচটা নাগাদ পরিবারের লোকজন বাথরুমে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে বাঁচানো যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। প্রেমিকের রহস্যমৃত্যুর ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 14, 2026 3:22 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Bangla News: প্রেমের সম্পর্কে মনোমালিন্য, তারপরেই বাথরুম থেকে দেহ উদ্ধার! যুবকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য









