জানা যাচ্ছে, এদিন গোপালপুর থেকে পানাগড় শিল্পতালুকে যাওয়ার পথে একটি গ্যাস ট্যাঙ্কার বোঝাই ট্রেলারে থাকা ক্যাপসুল সিলিন্ডার থেকে গ্যাস লিক করে। ওই ট্রেলারটিকে জাতীয় সড়কের উপরেই দাঁড় করিয়ে দেওয়া হয়। কাঁকসার বিরুডিহায় বায়ু সেনা ছাউনির গেটের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী রাস্তায় ঘটনাটি ঘটেছে।
advertisement
এদিকে জাতীয় সড়কের উপর গাড়িটি দাঁড়িয়ে যাওয়ার ফলে কলকাতাগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে দেয়। সেই সঙ্গেই সংস্থার আধিকারিকদের খবর দেওয়া হয়।
প্রায় এক ঘণ্টা পর সংস্থার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই তাঁরা ঘটনাস্থলে পৌঁছন। এদিন বড় কোনও ঘটনা না ঘটলেও জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিপদ এড়াতে সকলকেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
