West Bardhaman News: ১৯ নং জাতীয় সড়কে বন্ধ যান চলাচল! ক্যাপসুল সিলিন্ডার থেকে গ্যাস লিক করে বিপত্তি, ঘটনাস্থলে পুলিশ-দমকল
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
West Bardhaman News: এদিন একটি গ্যাস ট্যাঙ্কার বোঝাই ট্রেলারে থাকা ক্যাপসুল সিলিন্ডার থেকে গ্যাস লিক করে। এর ফলে ওই ট্রেলারটিকে জাতীয় সড়কের উপরেই দাঁড় করিয়ে দেওয়া হয়।
কাঁকসা, পশ্চিম বর্ধমান, অর্পণ চক্রবর্তীঃ ১৯ নম্বর জাতীয় সড়কের উপর ক্যাপসুল সিলিন্ডার থেকে গ্যাস লিক করে বিপত্তি। জাতীয় সড়কের কলকাতাগামী রাস্তায় বন্ধ যান চলাচল। ঘটনাস্থলে ছুটে এসেছে কাঁকসা থানার পুলিশ ও দমকলের কর্মীরা।
জানা যাচ্ছে, এদিন গোপালপুর থেকে পানাগড় শিল্পতালুকে যাওয়ার পথে একটি গ্যাস ট্যাঙ্কার বোঝাই ট্রেলারে থাকা ক্যাপসুল সিলিন্ডার থেকে গ্যাস লিক করে। ওই ট্রেলারটিকে জাতীয় সড়কের উপরেই দাঁড় করিয়ে দেওয়া হয়। কাঁকসার বিরুডিহায় বায়ু সেনা ছাউনির গেটের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী রাস্তায় ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুনঃ ভাল খেললেই সোজা জার্মানি! গ্রামবাংলার মাঠ থেকে আগামীর ফুটবল তারকা খুঁজতে জার্মান কাপ ২০২৬, জেলা পুলিশের দুর্দান্ত উদ্যোগ
এদিকে জাতীয় সড়কের উপর গাড়িটি দাঁড়িয়ে যাওয়ার ফলে কলকাতাগামী রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে দেয়। সেই সঙ্গেই সংস্থার আধিকারিকদের খবর দেওয়া হয়।
advertisement
advertisement
প্রায় এক ঘণ্টা পর সংস্থার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই তাঁরা ঘটনাস্থলে পৌঁছন। এদিন বড় কোনও ঘটনা না ঘটলেও জাতীয় সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিপদ এড়াতে সকলকেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
Jan 18, 2026 10:59 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Bardhaman News: ১৯ নং জাতীয় সড়কে বন্ধ যান চলাচল! ক্যাপসুল সিলিন্ডার থেকে গ্যাস লিক করে বিপত্তি, ঘটনাস্থলে পুলিশ-দমকল










