Nadia News: চরকার চাকা ঘুরিয়ে মোটা আয়! তুলো থেকে মসলিনের সুতো বানিয়ে ঘরে বসেই কামাচ্ছেন মহিলারা, খাদি ইন্ডিয়ার প্রশংসনীয় উদ্যোগ
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Nadia News: মুম্বই থেকে আনা উন্নতমানের ‘সুবিন কাপাস’ তুলো দিয়ে নবদ্বীপের মাটিয়ারিতে তৈরি হচ্ছে সূক্ষ্ম সুতির সুতো। সেই সুতো থেকেই বানানো বানানো হচ্ছে মসলিনের শাড়ি, পাঞ্জাবি, ধুতি, জামা-প্যান্ট-সহ নানা পোশাক।
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: নবদ্বীপের মাটিয়ারিতে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী মসলিন শিল্প। মহারাষ্ট্র থেকে আনা উন্নতমানের ‘সুবিন কাপাস’ তুলো দিয়ে এখানে তৈরি হচ্ছে সূক্ষ্ম সুতির সুতো। আর সেই সুতো থেকেই বানানো হয় পরবর্তীকালে মসলিনের শাড়ি, পাঞ্জাবি, ধুতি, জামা, প্যান্ট-সহ নানা পোশাক। এই উদ্যোগে যুক্ত হয়ে স্বনির্ভর হচ্ছেন এলাকার বহু মহিলা।
জানা গিয়েছে, মহারাষ্ট্রের গুন্তু নামক একটি এলাকায় উৎপন্ন এই সুবিন কাপাস তুলো আনা হয়। এরপর হাতের সাহায্যে তুলো থেকে বীজ আলাদা করা হয়। বীজ ছাড়ানোর পর তুলো মেশিনে পেষাই করে নেওয়া হয়, তারপর চরকার মাধ্যমে তা থেকে সুতো তৈরি করা হয়। এই কাজে ব্যবহার করা হচ্ছে একটি ১৫০ কাউন্টের চরকা এবং আরও উন্নত প্রযুক্তির একটি ৫০০ কাউন্টের চরকা। এই চরকাগুলিতেই অত্যন্ত সূক্ষ্ম মসলিনের সুতো তৈরি হয়।
advertisement
আরও পড়ুনঃ বর্ধমানের বুকে নলেন গুড়ের বৃহৎ পাইকারি হাট! রাজ্যের বড় অংশের চাহিদা মেটাচ্ছে এই গুড়ের বাজার, কীভাবে যাবেন? দাম কেমন জানুন
নবদ্বীপ মাটিয়ারিতে একাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা মিলেই এই কাজ করছেন। বর্তমানে প্রায় ৪০ জন মহিলা সরাসরি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন এবং নিজেদের রোজগারের পথ তৈরি করছেন। এছাড়াও যে সমস্ত মহিলাদের বাড়ি থেকে বের হতে অসুবিধা হয়, তাদের কথা মাথায় রেখে প্রায় ১৫ জন মহিলা বাড়িতেই বসে এই সংস্থার হয়ে সুতো তৈরির কাজ করছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ শিল্পাঞ্চলের দূষণ নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন! হলদিয়া পরিদর্শনে স্ট্যান্ডিং কমিটি, সরকারের কাছে জমা পড়বে রিপোর্ট
এই গোটা উদ্যোগটি খাদি ইন্ডিয়ার তত্ত্বাবধানে এবং খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের সরকারি অধীনে পরিচালিত হচ্ছে। খাদি ইন্ডিয়ার সহযোগিতায় উৎপাদিত এই মসলিন সুতো ও পোশাক দেশীয় হস্তশিল্পের গৌরবকে নতুন করে তুলে ধরছে বলে মত বিশেষজ্ঞদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের মতে, এই প্রকল্প একদিকে যেমন ঐতিহ্যবাহী মসলিন শিল্পকে পুনরুজ্জীবিত করছে, তেমনই অন্যদিকে গ্রামীণ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলছে। ভবিষ্যতে আরও বেশি সংখ্যক মহিলাকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে জানা গিয়েছে।
Location :
Nadia,West Bengal
First Published :
Jan 20, 2026 5:08 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nadia News: চরকার চাকা ঘুরিয়ে মোটা আয়! তুলো থেকে মসলিনের সুতো বানিয়ে ঘরে বসেই কামাচ্ছেন মহিলারা, খাদি ইন্ডিয়ার প্রশংসনীয় উদ্যোগ










