East Medinipur News: শিল্পাঞ্চলের দূষণ নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন! হলদিয়া পরিদর্শনে স্ট্যান্ডিং কমিটি, সরকারের কাছে জমা পড়বে রিপোর্ট
- Reported by:Saikat Shee
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
East Medinipur News: শিল্পাঞ্চল এলাকার সাধারণ মানুষকে দূষণের হাত থেকে বাঁচাতে তৎপর হল প্রশাসন। কারখানার কঠিন বর্জ্য জল কিংবা মাটিতে মিশছে কিনা তা খতিয়ে দেখতে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা এলেন হলদিয়ায়।
শিল্পাঞ্চল শহরে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা খতিয়ে দেখতে হলদিয়ায় এলেন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। পরিবেশ দফতরের বিধানসভার স্ট্যাডিং কমিটি বৈঠক করেন জেলা পরিবেশ দফতর ও হলদিয়ার মহকুমা শাসকের সঙ্গে। মূলত শিল্পাঞ্চল এলাকার বর্জ্য ব্যবস্থাপনা কতটা উপযুক্ত তা খতিয়ে দেখা হয়। (ছবি ও তথ্য: সৈকত শী)
advertisement
শিল্পাঞ্চল এলাকা মানে দূষণের মাত্রা বেশি। হলদিয়া শিল্পাঞ্চলেও দূষণ অত্যধিক মাত্রায় ছাড়িয়েছে। দূষণ নিয়ন্ত্রণে একাধিক উদ্যোগ নিয়েছে প্রশাসন। মূলত কল কারখানার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কতটা উপযুক্ত তা খতিয়ে দেখে বিধানসভা স্ট্যান্ডিং কমিটি। প্রশাসন সূত্রে জানা যায়, কমিটিতে ১৪ জন বিধায়ক রয়েছেন। কমিটির চেয়ারম্যান আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল।
advertisement
শুধুমাত্র কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কতটা উপযুক্ত তা খতিয়ে দেখা নয়। এর পাশাপাশি কারখানা সম্প্রসারণে অতিরিক্ত কঠিন বর্জ্য নিষ্ক্রিয় করার জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তার খোঁজ খবর নিচ্ছে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এ দিন তারা প্রথমে হলদিয়াতে যান। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে হলদিয়া ভবনে বৈঠক করেন স্ট্যান্ডিং কমিটির সদস্যেরা।
advertisement
advertisement
কমিটির সদস্যরা প্রথমে যান হলদিয়ার দেভোগ এলাকায় একটি সিম লেস পাইপ তৈরির কারখানায়। কারখানার কঠিন বর্জ্য জল কোনওভাবে এলাকায় সঙ্গে মিশছে কিনা, তা ঘুরে দেখে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এ দিন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল বলেন, "বিভিন্ন কারখানা ঘুরে দেখে তথ্য সংগ্রহ করা হয়েছে। সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে।"
advertisement
ক্যাগ রিপোর্টে বলা হয়েছিল, হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় বেশ কিছু কারখানায় কঠিন বর্জ্য মাটি এবং জলে মিশছে। এই অবস্থার কতটা উন্নতি হয়েছে তা জানাতে বলা হয়েছিল সিএজি-র তরফ থেকে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে জানা গিয়েছে, পিএসি-র নেতৃত্বে একটি কমিটি তৈরি করবে রাজ্য সরকার। তারা বিভিন্ন কারখানা ঘুরে পরিস্থিতির রিপোর্ট জমা দেবে। আগামী দিনে হলদিয়ার দূষণ নিয়ন্ত্রণে আরও পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন। (ছবি ও তথ্য: সৈকত শী)






