Nolen Gur Wholesale Market: বর্ধমানের বুকে নলেন গুড়ের বৃহৎ পাইকারি হাট! রাজ্যের বড় অংশের চাহিদা মেটাচ্ছে এই গুড়ের বাজার, কীভাবে যাবেন? দাম কেমন জানুন

Last Updated:

East Bardhaman Nolen Gur Wholesale Market: পূর্ব বর্ধমান জেলার বুকেই রয়েছে নলেন গুড়ের অন্যতম বৃহৎ পাইকারি বাজার। যে পরিমাণ গুড় এখান থেকে উৎপাদিত ও সরবরাহ হয়, তাতে রাজ্যের একটি বড় অংশের চাহিদা পূরণ হয়।

+
পূর্ব

পূর্ব বর্ধমানের পাটুলিতে নলেন গুড়ের বৃহৎ পাইকারি হাট

পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমান জেলার বুকেই রয়েছে নলেন গুড়ের অন্যতম বৃহৎ পাইকারি বাজার। একবার এই বাজারে পা রাখলেই চমকে উঠতে হয়। গুড়কে ঘিরে পূর্ব বর্ধমানের বুকে এমন বিশাল কর্মকাণ্ড অনেকের কাছেই অজানা। শীত এলেই বাঙালির খাদ্যতালিকায় নলেন গুড় যেন অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠে। নলেন গুড়ের পায়েস, রসগোল্লা, পিঠেপুলি এই সব ঐতিহ্যবাহী খাবার ছাড়াও শীতকালে খাদ্যরসিক বাঙালি নলেন গুড় দিয়ে নানান পদ উপভোগ করেন। সেই নলেন গুড়ের একটা বড় জোগান আসে পূর্বস্থলী-২ ব্লকের পাটুলি এলাকা থেকে।
পূর্বস্থলীর পাটুলিতে অবস্থিত এই নলেন গুড়ের বাজার দক্ষিণবঙ্গের অন্যতম বৃহৎ বাজার হিসেবে পরিচিত। রাত যত বাড়ে, ততই ভিড় জমতে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতাদের। শুধু পশ্চিমবঙ্গ নয়, এখন এই বাজার থেকে নলেন গুড় যাচ্ছে গুজরাট, অসম-সহ একাধিক রাজ্যে।
আরও পড়ুনঃ শিল্পাঞ্চলের দূষণ নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন! হলদিয়া পরিদর্শনে স্ট্যান্ডিং কমিটি, সরকারের কাছে জমা পড়বে রিপোর্ট
গুড় ব্যবসায়ী এসার দফাদার বলেন, “আমাদের এটা অনেক বড় একটা বাজার। এখান থেকে গুড় বহু দূর দূর পর্যন্ত যায়, এমনকি বিদেশেও যায়।” চলতি মরশুমে হাড় কাঁপানো শীতের কারণে খেজুর গাছে রসের পরিমাণ বেড়েছে। ফলে গুড়ের উৎপাদনও ভাল হয়েছে। এতে খুশি বিক্রেতারা। তবে চাহিদা ও গুণমান ভাল হওয়ায় এবছর গুড়ের দামও কিছুটা বেড়েছে। এই বাজারে প্রায় ৪০টি পাইকারি আড়ত রয়েছে। বছরের পর বছর ধরে বহু ব্যবসায়ী এখানে গুড়ের পাইকারি বাণিজ্যের সঙ্গে যুক্ত। প্রতিদিন গড়ে প্রায় ২০০ কুইন্টাল নলেন গুড় কেনাবেচা হয় বলে জানান ব্যবসায়ীরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অঘটন যেন পিছু ছাড়ছে না! গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে ফের বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একাধিক অস্থায়ী ছাউনি এবং দোকান
শুধু পূর্ব বর্ধমান নয়, পাশ্ববর্তী নদিয়া জেলা থেকেও শিউলি বা গুড় প্রস্তুতকারকেরা এখানে গুড় নিয়ে আসেন। উল্লেখযোগ্য বিষয় হল, আগে এই বাজারটি ছিল ব্যান্ডেল-কাটোয়া শাখার পাটুলি স্টেশনের কাছে। তবে রেলের তরফে অস্থায়ী বাজার সরিয়ে দেওয়ার পর বর্তমানে কিষান মান্ডির পিছনে এই বাজারটি স্থানান্তরিত হয়েছে। এখানে মূলত তিন ধরনের নলেন গুড় বিক্রি হয়। এর মধ্যে সবচেয়ে উন্নত মানের গুড়ের দাম কেজি প্রতি ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত। এছাড়াও ৮০ থেকে ১০০ টাকার মধ্যেও বিভিন্ন মানের নলেন গুড় পাওয়া যায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গুড় ব্যবসায়ী আব্দুল জব্বর দফাদার জানান, “গাড়ি করে লোড হয়ে আমাদের এখান থেকে গুড় যায়। তবে সব থেকে বেশি ট্রেনে করে যায়। এটা বহু দিনের পুরানো ব্যবসা।” পাটুলির এই পাইকারি বাজার থেকে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং ভিন রাজ্যেও বিপুল পরিমাণে নলেন গুড় সরবরাহ করা হয়। যে পরিমাণ গুড় এখান থেকে উৎপাদিত ও সরবরাহ হয়, তাতে রাজ্যের একটি বড় অংশের চাহিদা পূরণ হয়। অথচ এত গুরুত্বপূর্ণ এই বাজার আজও তেমনভাবে নজরের বাইরে রয়ে গিয়েছে, এটাই আফসোসের বিষয় বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nolen Gur Wholesale Market: বর্ধমানের বুকে নলেন গুড়ের বৃহৎ পাইকারি হাট! রাজ্যের বড় অংশের চাহিদা মেটাচ্ছে এই গুড়ের বাজার, কীভাবে যাবেন? দাম কেমন জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
মাঘে কমবে শীত ! কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা? দেখে নিন
  • মাঘে কমবে শীত !

  • কতটা বাড়বে রাজ্যের তাপমাত্রা?

  • দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু’দিনে রাতে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement