Cyber Fraud: ফিল্মি স্টাইলে অভিযান, পুলিশের জালে মুম্বইয়ের সাইবার প্রতারক! ফাঁদে পা দিয়ে বৃদ্ধ খুইয়েছেন ৬ লক্ষ টাকা
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
West Bardhaman Cyber Fraud: সাইবার প্রতারণার শিকার প্রবীণ ব্যক্তি, দফায় দফায় হাতিয়ে নেওয়া লক্ষাধিক টাকা। মুম্বই থেকে পাকড়াও অভিযুক্ত।
কাঁকসা, পশ্চিম বর্ধমান, অর্পন চক্রবর্তী: কাঁকসার বামুনারা এলাকার তপোবন সিটির বাসিন্দা অশোক কুমার রায় নামের এক প্রবীণ ব্যক্তির সঙ্গে সাইবার প্রতারণা। লাইফ সার্টিফিকেট আপডেট করে দেওয়ার নাম করে তাঁকে লক্ষাধিক টাকার প্রতারণা করা হয় বলে অভিযোগ। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে অশোক বাবু গত নভেম্বরের ২৭ তারিখ কাঁকসা থানায় সাইবার বিভাগে লিখিত অভিযোগ জানান।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে কাঁকসা থানার সাইবার বিভাগের পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে দফায় দফায় প্রায় ৬ লক্ষ ২২ হাজার টাকা তাঁর কাছ থেকে নেওয়া হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে মূল অভিযুক্ত মুম্বইতে আছে। সেইমত কাঁকসা থানার পুলিশ জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে মুম্বাই এর উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে তাকে ধরার জন্য জাল পেতে বসে কাঁকসা থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: বছর দুয়েকের শিশু নিয়ে পালাতে গিয়ে হাতেনাতে ধরা, মহিলাকে গাছে বেঁধে উত্তম-মধ্যম দিল স্থানীয়রা
advertisement
প্রায় দু দিন পর গত ৫ তারিখ অভিযুক্তকে ধরতে সক্ষয় হয় পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম আবু দারদা এহমদ। তার বাড়ি উত্তর প্রদেশে। মুম্বইয়ে দীর্ঘদিন ধরে তার বেশ কয়েকটি সেলুন আছে বলে জানা গিয়েছে।সেখান থেকেই তাকে গ্রেফতার করে গত ৬তারিখে মুম্বাইয়ের আদালতে পেশ করা হয়। এরপর তাকে কাঁকসা থানার পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে শুক্রবার রাতে কাঁকসা থানায় নিয়ে আসে। কাঁকসা থানার সাইবার বিভাগের পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই তারা প্রযুক্তির সাহায্যে তাকে ধরার জন্য প্রস্তুতি নেয়।
advertisement
আরও পড়ুন: পৌষের শেষলগ্নে শীতের মারকাটারি ব্যাটিং! নিম্নচাপকে তুড়ি মেড়ে শৈত্য প্রবাহের দাপটে জবুথবু উত্তরবঙ্গ
এরপর তার মুম্বইয়ে উপস্থিতি জানতে পেরে তৎক্ষণাৎ তারা রওনা দিয়ে সেখান থেকে গ্রেফতার করে। শনিবার অভিযুক্তকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন। পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কেউ যুক্ত আছে কিনা, তার তদন্ত শুরু হবে। পাশাপশি আর কোনও সাইবার প্রতারণার সঙ্গে ধৃত ব্যক্তি যুক্ত আছে কিনা, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kanksa,Barddhaman,West Bengal
First Published :
Jan 11, 2026 12:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Cyber Fraud: ফিল্মি স্টাইলে অভিযান, পুলিশের জালে মুম্বইয়ের সাইবার প্রতারক! ফাঁদে পা দিয়ে বৃদ্ধ খুইয়েছেন ৬ লক্ষ টাকা







