TRENDING:

Paschim Bardhaman News: নতুন খনির উদ্বোধন ঘিরে কর্মসংস্থানের স্বপ্ন দেখছে পাণ্ডবেশ্বর

Last Updated:

জেলায় প্রচুর কর্মসংস্থানের সুযোগ। কারণ পাণ্ডবেশ্বর এর সোনপুর বাজারি কয়লা খনি এলাকায় উদ্বোধন হয়ে গেল নতুন একটি খোলা মুখ কয়লা খনির। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই খোলামুখ কয়লা খনিটি পরিচালিত হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পাণ্ডবেশ্বর : জেলায় প্রচুর কর্মসংস্থানের সুযোগ। কারণ পাণ্ডবেশ্বর এর সোনপুর বাজারি কয়লা খনি এলাকায় উদ্বোধন হয়ে গেল নতুন একটি খোলা মুখ কয়লা খনির। একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই খোলামুখ কয়লা খনিটি পরিচালিত হবে। যার সদ্য উদ্বোধন করা হয়েছে। এই খোলা মুখ খনিটির মেয়াদ আগামী দু'বছর। দু বছরের জন্য খনিটিকে পরিচালন করার দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থার হাতে।
advertisement

এই নতুন খোলামুখ কয়লা খনির উদ্বোধন অনুষ্ঠানে পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও ইসিএল - এর কর্তারা হাজির হয়েছিলেন। সংস্থা সূত্রে খবর, নতুন এই খোলা মুখ কয়লা খনিতে স্থানীয় প্রায় ৫০০ জনের কর্মসংস্থানের সুযোগ হবে। পাশাপাশি আরও অনেক কর্মসংস্থান হওয়ার আশা রয়েছে এই জায়গায়। অন্যদিকে নতুন এই কয়লা খনিটির জন্য ইসিএলের হাতেও প্রচুর পরিমাণ কয়লা আসবে।

advertisement

আরও পড়ুনঃ ফের উৎসবের প্রস্তুতি জেলায়, আসানসোলে অপেক্ষা শ্যামা বন্দনার

জানা গিয়েছে, প্রায় ১৬৬ লক্ষ কিউবিক মিটার মাটি কেটে এই জায়গা থেকে কয়লা উত্তোলন করা হবে আগামী দু'বছর। যার ফলে ইসিএল - এর হাতে কয়লার যোগান বাড়বে অনেকটাই। ইউনাইটেড কোল কেরিয়ার নামক সংস্থাটির উদ্যোগে এই খোলামুখ খনিটি পরিচালিত হবে। এই খোলা মুখ খনির কাজ করার সময়সীমা দু'বছর। এই প্রজেক্টটির আনুমানিক ব্যয় একশো কোটি টাকা। সংস্থার আধিকারিক জয়প্রকাশ গুপ্তা বলেন, এই কর্মযজ্ঞের ফলে সাধারণত এই এলাকার প্রচুর বেকার যুবকরা কাজে নিযুক্ত হতে পারবেন। এই খনির ফলে সোনপুর বাজারি খনি এলাকা ভবিষ্যৎ প্রজন্মের কাছে নতুন করে তৈরি হচ্ছে।

advertisement

View More

আরও পড়ুনঃ মৃৎশিল্পীদের এবার খুশি আর বিষাদের দুর্গাপুজো

পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এই প্রসঙ্গে বলেছেন ,স্থানীয় পাণ্ডবেশ্বর সহ শিল্পাঞ্চল এলাকায় আর্থ-সামাজিক উন্নতিতে এই বেসরকারি খনিগুলির ভূমিকা যথেষ্ট রয়েছে। সেই খনিগুলিতে কাজ চালুর ফলে এলাকার প্রায় ৫০০ যুবকরা কাজে নিযুক্ত হতে পারবেন।তাছাড়াও সেখানে স্থানীয় প্রচুর মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকৃত হবেন।

advertisement

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: নতুন খনির উদ্বোধন ঘিরে কর্মসংস্থানের স্বপ্ন দেখছে পাণ্ডবেশ্বর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল