Paschim Bardhaman News: ফের উৎসবের প্রস্তুতি জেলায়, আসানসোলে অপেক্ষা শ্যামা বন্দনার

Last Updated:

ফের উৎসবের প্রস্তুতি শুরু হল জেলায়। দুর্গা পুজো, লক্ষ্মী পুজোর শেষে এবার প্রস্তুতি শুরু হল কালী পুজোর। শ্যামা বন্দনার জন্য প্রস্তুতি শুরু করে দিলেন উদ্যোক্তারা।

+
title=

#আসানসোল : ফের উৎসবের প্রস্তুতি শুরু হল জেলায়। দুর্গা পুজো, লক্ষ্মী পুজোর শেষে এবার প্রস্তুতি শুরু হল কালী পুজোর। শ্যামা বন্দনার জন্য প্রস্তুতি শুরু করে দিলেন উদ্যোক্তারা। আসানসোলের পাঁচগাছিয়ায় ইন্দিরা রাজীব ক্লাবের কালী পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল এদিন। জেলায় থিম নির্ভর কালীপুজো গুলির মধ্যে অন্যতম এই রাজীব ক্লাবের পুজো। যে পুজোর থিম প্রত্যেক বছরই মানুষকে নিত্য নতুন স্বাদ এনে দেয়।
বিগত দু বছর করোনার জন্য সেভাবে ক্লাবের পুজোর আয়োজন করা হয়নি। তবে চলতি বছরে জাঁকজমকের সঙ্গে কালীপুজোর আয়োজন করতে চলেছেন উদ্যোক্তারা। তারই প্রস্তুতির প্রথম পর্ব হিসেবে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়েছে এদিন। যেখানে উদ্যোক্তারা সকলেই হাজির হয়েছিলেন। তারপর খুঁটি পুজোর মাধ্যমে শুরু হয়েছে ইন্দিরা রাজীব ক্লাবের কালীপুজোর প্রস্তুতি।
advertisement
আরও পড়ুনঃ নিরঞ্জন পর্ব শেষ হতেই জোরকদমে চলছে জলাশয় সাফাই
প্রসঙ্গত, ইন্দিরা রাজীব ক্লাবের কালীপুজো প্রায় ৪০ বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে। এলাকার মানুষজন এই পুজোর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে রয়েছেন। পুজোর সঙ্গে রয়েছেন এলাকার বিধায়ক। তাছাড়াও এই ক্লাবের কালী পুজোকে কেন্দ্র করে স্থানীয়দের বেশ উৎসাহ লক্ষ্য করা যায়। সেই উৎসাহে যাতে ভাটা না পড়ে, তার জন্য প্রস্তুতি শুরু করে দিলেন পুজোর উদ্যোক্তারা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নিরাপত্তায় বিশেষ জোর, সীমান্তে কড়া নজরদারি পুলিশের
কালী পুজো উপলক্ষে খুঁটি পুজো হয়েছে এদিন। শুরু হয়েছে মণ্ডপ তৈরির কাজ। এবারের থিমে বিশেষভাবে চমক দিতে চান উদ্যোক্তারা। কালীপুজোর কথা মাথায় রেখেই বিশেষ ধরনের থিম নির্বাচন করেছেন ক্লাবের সদস্যরা। যদিও সেই বিষয়ে এখনই তারা খোলসা করতে চান না। তবে উদ্যোক্তারা মনে করছেন, মহামারীর শেষে ফের উৎসবে মেতে উঠবে বাংলা তথা জেলার মানুষ। আর সেই উৎসবের আনন্দে মানুষের সঙ্গ দেবে ইন্দিরা রাজীব ক্লাবের কালীপুজো।
advertisement
 
 
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: ফের উৎসবের প্রস্তুতি জেলায়, আসানসোলে অপেক্ষা শ্যামা বন্দনার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement