Paschim Bardhaman News: নিরঞ্জন পর্ব শেষ হতেই জোরকদমে চলছে জলাশয় সাফাই
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
নিরঞ্জন পর্ব শেষ হতেই দুর্গাপুর পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে নদী-ঘাট এবং জলাশয় গুলি পরিষ্কার করার কাজ। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে দুর্গাপুজো। পাশাপাশি বহু লক্ষী প্রতিমা নিরঞ্জন করা হয়েছে।
#দুর্গাপুর : নিরঞ্জন পর্ব শেষ হতেই দুর্গাপুর পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে নদী-ঘাট এবং জলাশয় গুলি পরিষ্কার করার কাজ। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে দুর্গাপুজো। পাশাপাশি বহু লক্ষী প্রতিমা নিরঞ্জন করা হয়েছে। তারপরেই দামোদরের বিভিন্ন নদীর ঘাট গুলি পরিষ্কার করার কাজ শুরু করেছে দুর্গাপুর পৌরসভা। পৌরসভা এলাকায় থাকা ছোট বড় বিভিন্ন জলাশয় গুলি পরিষ্কার করার কাজ চলছে জোরকদমে। জল দূষণ রোধ করতে দ্রুততার সঙ্গে এই ঘাট পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছেন দুর্গাপুর পৌরসভার কর্মীরা। নদীঘাট থেকে শুরু করে দুর্গাপুর শহরের বিভিন্ন প্রান্তে থাকা নানান জলাশয় গুলি থেকে প্রতিমার কাঠামো সহ আনুষঙ্গিক বিভিন্ন জিনিসপত্র, যেমন থার্মোকলের সাজ, পুজোর সামগ্রী ইত্যাদি তুলে জলাশয়গুলি পরিষ্কার করার কাজ চালানো হচ্ছে।
উল্লেখ্য, দূষণ রোধ করতে প্রত্যেক বছরই নিরঞ্জন পর্ব শেষ হতেই দুর্গাপুর পৌরসভা নদী ঘাট এবং জলাশয় গুলি পরিষ্কার করার কাজ শুরু করে। এবারও তার অন্যথা হয়নি। দশমীতে নিরঞ্জন পর্ব শুরু হওয়ার পর দিন থেকেই পুরসভার কর্মীরা সক্রিয় হয়েছিলেন জলাশয় গুলি পরিষ্কার করার জন্য। তারপর তারপর শহর জুড়ে হওয়া কয়েকশো দুর্গা পুজোর প্রতিমা নিরঞ্জন করা হয়েছে দামোদরের বিভিন্ন ঘাট গুলিতে এবং শহরের বিভিন্ন ছোট বড় জলাশয় গুলিতে।
advertisement
আরও পড়ুনঃ ঠাকুর যাবে বিসর্জনে! মনখারাপ আর সিঁদুর রঙে দেবীকে বিদায়
স্বাভাবিকভাবেই নিরঞ্জন পর্ব চলার সঙ্গে সঙ্গে দুর্গাপুর পৌরসভার কর্মীরা জোড়কদমে চালিয়ে গিয়েছেন ঘাটগুলি পরিষ্কার করার কাজ। তাছাড়াও লক্ষ্মী পুজোর আগে এবং লক্ষ্মী পুজোর পর প্রচুর পরিমাণ প্রতিমা নিরঞ্জন করা হয়। ফলে নদীঘাট এবং জলাশয় গুলি পরিষ্কার করার জন্য সক্রিয় রয়েছেন দুর্গাপুর পৌরসভার কর্মীরা।
advertisement
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
First Published :
October 10, 2022 5:08 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: নিরঞ্জন পর্ব শেষ হতেই জোরকদমে চলছে জলাশয় সাফাই