এই কালভার্টটি নির্মাণ করা হয়েছিল নতুনভাবে। তাও মাত্র চারদিন আগে। কিন্তু তা ভেঙে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, কালভার্টটি সঠিকভাবে নিয়ম মেনে তৈরি করা হয়নি। ফলে যে কোন গাড়ি চলাচলে ব্যাপকভাবে সমস্যা হচ্ছে। বাইক থেকে বড় চারচাকা গাড়ি, সবকিছুই কালভার্ট পেরোতে গিয়ে আটকে যাচ্ছে।
আরও পড়ুনঃ পুরসভার অনুমতি ছাড়াই বাড়ি নির্মাণ যৌনপল্লীতে!
advertisement
এই নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মানুষজন নানান প্রশ্ন তুলেছেন। স্থানীয়রা বিক্ষোভের সুরে বলেছেন, যারা এই কাজ কর্মের দায়িত্বে ছিলেন, তারা সঠিকভাবে এই কাজ করেননি। এই ঘটনাটি জানানো হয়েছিল ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুনমুন মুখার্জিকে। তিনি বলেন বিষয়টি জানতে পেরেছি। ইতিমধ্যেই এই বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ জেলায় এবার হাতের কাছে পুলিশ কর্তারা
খবর দেওয়া হয়েছে পুরসভার ইঞ্জিনিয়ারকে। এই বিষয়টি নিয়ে পুরসভার ইঞ্জিনিয়ার এসে ঘটনাস্থল খতিয়ে দেখবেন। পাশাপাশি, সাধারণ মানুষের যাতে সমস্যা না হয়, সেই বিষয়টিতেও নজর দেওয়ার কথা বলেছেন তিনি।
Nayan Ghosh