শ্রদ্ধা চ্যাটার্জি তাঁর নিজের অফিসেই হেয়ার ডোনেশন ক্যাম্পের আয়োজন করেন। যেখানে তিনি নিজে তো হেয়ার ডোনেশন করেছেনই, পাশাপাশি বহু তরুণী, মহিলারও সাহায্য পেয়েছেন। অনেকেই ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে নিজেদের চুল দান করেছেন। স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রয়াস সম্পন্ন করেছেন শ্রদ্ধা চ্যাটার্জী।
আরও পড়ুন- নালা নিকাশির আমূল সংস্কার! তবে কী এবার জল যন্ত্রণা থেকে মিলবে মুক্তি?
advertisement
প্রসঙ্গত, ক্যান্সার আক্রান্ত রোগীদের অন্যতম প্রধান চিকিৎসা কেমোথেরাপি। এই কেমোথেরাপি নেওয়ার জন্য রোগীদের চুল হারাতে হয়। ফলে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন অনেকেই। হঠাৎ করে মাথার চুল পড়তে দেখে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন। অন্যদিকে, ক্যান্সারের চিকিৎসার জন্য বিপুল খরচ যোগানোর পর, পরচুলা অর্থাৎ হেয়ার উইগ কেনার সামর্থ্য অনেকেরই থাকে না। সেই সমস্ত রোগীদের সাহায্য করার জন্যই খড়্গপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা লাগাতার প্রয়াস চালিয়ে যায়। সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করে দুর্গাপুরের বাসিন্দা শ্রদ্ধা চ্যাটার্জী হেয়ার ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিলেন দুর্গাপুরে।
আরও পড়ুন- অংকের উত্তর দিতে প্রয়োজন হয় না খাতা-পেন্সিলের! দুর্গাপুরের দেবম যেন খুদে রামানুজন!
তিনি বলেছেন, যদি চুল দানের মাধ্যমে কর্কট রোগীদের মুখে তিনি কিছুটা হাসি ফেরাতে পারেন, সেটাই হবে তাঁর সাফল্য। জানা গিয়েছে, ওই স্বেচ্ছাসেবী সংস্থা দান করা সমস্ত চুল কেরলে পাঠিয়ে দেয়, তার মাধ্যমে পরচুলা তৈরি করার জন্য। স্বেচ্ছাসেবী সংস্থার খরচেই সম্পন্ন হয় এই প্রক্রিয়া। তারপর সেই পরচুলা প্রদান করা হয় ক্যান্সার আক্রান্ত রোগীদের। তাই এমন একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য শ্রদ্ধা চ্যাটার্জিকে সাধুবাদ দিচ্ছেন সকলেই। পাশাপাশি অংশগ্রহণকারী সকলকেই সাধুবাদ দিয়েছেন দুর্গাপুরের মানুষজন।
Nayan Ghosh