TRENDING:

Durgapur News : হাসপাতালের বাথরুমে ঝুলছে দেহ! সামনে এলো ভয়াবহ ঘটনা! দুর্গাপুরে কী ঘটছে? জানুন

Last Updated:

Durgapur News : কী ভাবে ঘটল এই ঘটনা? হাসপাতালের বাথরুমে এসব কী ঘটে গেল? জানলে আতঙ্ক হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান : মারাত্মক ঘটনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্মহত্যা। হাসপাতালে মেল ওয়ার্ডের বাথরুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক রোগীর দেহ। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে তদন্তের আশ্বাস দিয়েছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ধীমান মন্ডল।
এই বেডে ভর্তি ছিলেন সীতারাম সাউ।
এই বেডে ভর্তি ছিলেন সীতারাম সাউ।
advertisement

কিন্তু কেন হাসপাতালে চিকিৎসাধীন ওই রোগী আত্মহত্যা করলেন, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। জানা গিয়েছে যিনি আত্মহত্যা করেছেন, তার নাম সীতারাম সাউ। তিনি ফিসচুলার সমস্যা নিয়ে মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অন্যদিকে এই ঘটনার পরে দুর্গাপুর মহাকুমা হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, মহকুমা হাসপাতালের মেল সার্জিক্যালের টয়লেটে ওই রোগীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, গত রাতে যখন রোগীদের উপস্থিতি খতিয়ে দেখছিলেন নার্স ও তাদের সহযোগীরা, সে সময় ওয়ার্ডের ২৫ নম্বর বেডটিতে এক রোগীকে দেখতে পাওয়া যায়নি। ওই রোগীর নাম সীতারাম সাউ। বছর পঞ্চাশের ওই রোগীর বাড়ি দুর্গাপুরের গোপালমাঠ এলাকায়। গত ১৪ মার্চ ফিসচুলার সমস্যা নিয়ে তিনি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

advertisement

জানা গিয়েছে, বেডে ওই রোগীকে দেখতে না পেয়ে তার খোঁজ শুরু হয়। এমন সময় ওই হাসপাতালের কর্মী তিনময় ঘোষ হাসপাতালের বাথরুমে গলায় গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় সীতারাম বাবুকে দেখতে পান। এরপর অন্য রোগীর আত্মীয়দের সহায়তায় সীতারাম বাবুকে নামিয়ে তড়িঘড়ি সিসিইউতে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আর এরপরেই সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

advertisement

View More

আরও পড়ুন: অবিকল মানুষের মুখ! এ কেমন বাছুর জন্ম নিলো! গোঘাটে অলৌকিক ঘটনা

অন্যদিকে, এই ঘটনার পর দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার ধীমান মন্ডল জানিয়েছেন, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ইতিমধ্যেই এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে এসবের মধ্যে হাসপাতালে রোগীর আত্মহত্যা ঘটনায় প্রতিবাদ করতে মহকুমা হাসপাতালে পৌঁছে যায় বামেরা। হাসপাতালে সামনে গিয়ে বামের অভিযোগ তোলে, নজরদারির অভাবেই এমন ঘটনা হয়েছে। তবে এই বিষয়ে সুপার জানিয়েছেন, ময়না তদন্তের পরেই সমস্ত বিষয় স্পষ্ট হয়ে যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অসুস্থতা ভাঙতে পারেনি মনোবল! ট্রাই সাইকেলে ঘুরে ছোলা ভাজা বিক্রি করেন বৃদ্ধ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur News : হাসপাতালের বাথরুমে ঝুলছে দেহ! সামনে এলো ভয়াবহ ঘটনা! দুর্গাপুরে কী ঘটছে? জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল