শিক্ষকরা কতটা সম্মানের অধিকারী, সেই বিষয়ে পড়ুয়াদের পাঠ দিয়েছেন সাংসদ। বলেছেন, তিনি সাংসদ হওয়ার পর যখন নিজের স্কুল শিক্ষককে কলকাতায় রাস্তার ধারে দেখতে পান, তখন সেখানেই তাঁকে প্রণাম করেন। আর এই কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন সাংসদ এস এস আলুওয়ালিয়া।
আরও পড়ুন: ফের রেল-বিভ্রাট! ভরদুপুরে বিকট শব্দে থেমে গেল দুরন্ত এক্সপ্রেস, চরম ভোগান্তি যাত্রীদের
advertisement
প্রসঙ্গত, শনিবার বেশ কয়েকটি কর্মসূচি নিয়ে নিজের সংসদ এলাকায় এসেছিলেন বর্ধমান - দুর্গাপুর কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়া। নিজের কর্মসূচি অনুযায়ী তিনি গিয়েছিলেন বুদবুদের একটি বিদ্যালয়ে। তিনি সেখানে গিয়ে বিদ্যালয় পরিদর্শন করার পাশাপাশি কথা বলেন পড়ুয়াদের সঙ্গে। পড়ুয়াদের সঙ্গে নিজের ছাত্র জীবনের নানান অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সাংসদ। আর এইসব কথা বলতে গিয়েই সাংসদের চোখে জল দেখা গিয়েছে।
আরও পড়ুন: DA ধর্মঘটের বিরুদ্ধে স্কুলে গিয়েছিলেন তৃণমূল বিধায়কের মেয়ে, আজ তাঁরই নাম চাকরি বাতিলের তালিকায়
প্রসঙ্গত, এ দিন বুদবুদের শালডাঙ্গা নেতাজি উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে এসে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলতে দেখা গিয়েছে বর্ধমান দুর্গাপুরের সাংসদ এস এস আলুওয়ালিয়াকে। ছাত্র ছাত্রীদের লেখা পড়ার বিষয়ে উৎসাহ দিতে গিয়ে নিজের ছেলেবেলার কথা তুলে ধরেন তিনি। সাংসদ হওয়ার পরে তিনি কলকাতার রাস্তায় তাঁর বিদ্যালয়ের শিক্ষকের দেখা পান। সেখানে নিজের শিক্ষককে প্রণাম করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছিলেন, সেই গল্পও করেন। আর এ কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সাংসদ।
তা ছাড়াও শনিবার বিদ্যালয়ের উন্নয়নের বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করেছেন সাংসদ। বিদ্যালয় প্রাঙ্গনে গাছের নীচে বসে আলোচনা করেছেন তিনি। সেখানে বিদ্যালয়ের পক্ষ থেকে সাংসদের হাতে বিদ্যালয়ের উন্নয়নের বিষয়ে একগুচ্ছ দাবিপত্র তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের আবেদনে সাড়া দিয়ে, যাতে দ্রুত বিদ্যালয়ের উন্নয়ন করা যায়, তার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাসও দিয়েছেন সাংসদ।
Nayan Ghosh