ফের রেল-বিভ্রাট! ভরদুপুরে বিকট শব্দে থেমে গেল দুরন্ত এক্সপ্রেস, চরম ভোগান্তি যাত্রীদের
- Published by:Rachana Majumder
- Written by:Sujit Bhoumik
Last Updated:
বেলা ১২ টা নাগাদ পূর্ব মেদিনীপুরের ভোগপুর স্টেশনের কাছে শব্দ করে ট্রেনটি দাঁড়িয়ে যায়।
ভোগপুর: ১২২৪৫ হাওড়া-ব্যাঙ্গালুরু দূরন্ত এক্সপ্রেসে বিভ্রাট৷ বেলা ১২ টা থেকে বেশ কয়েক ঘণ্টা ট্রেনটি আটকে থাকে পূর্ব মেদিনীপুরের ভোগপুর স্টেশনে।সকাল ১০.৫০ নাগাদ হাওড়া থেকে ছাড়ে দুরন্ত এক্সপ্রেস। কিন্তু বেলা ১২টা নাগাদ এস-৩ কামরার কাছে গাড়ির চাকার ব্রেক বাইন্ডিং হয়। যার ফলে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। দুপুর ২ টো নাগাদ ট্রেনের কামরা সরানো হয়।এস ৩ কামরাটি সরিয়ে অন্য নতুন কামরা সংযোগের ব্যবস্থা করা হয়।বহুক্ষণ পরে স্বাভাবিক হয় সবটা।
সূত্রের খবর, হাওড়া স্টেশন থেকে ট্রেনটি ছাড়া পর কোনও সমস্যা ছিল ট্রেনটির। বেলা ১২ টা নাগাদ পূর্ব মেদিনীপুরের ভোগপুর স্টেশনের কাছে শব্দ করে ট্রেনটি দাঁড়িয়ে যায়। ট্রেনের এসি ঠিকভাবে কাজ না করায় নাজেহাল অবস্থা হয় যাত্রীদের।
advertisement
advertisement
অন্যদিকে কল্যাণী থেকে নৈহাটি পর্যন্ত থার্ড লাইন, স্বয়ংক্রিয় সিগন্যাল, নন ইন্টারলকিং কাজের জন্য ট্রেন পরিষেবা চূড়ান্ত বিপর্যস্ত। দোলের দিন থেকে ট্রেন বাতিল ও নিয়ন্ত্রণের কারণে ট্রেন লেট চলছিলই৷ আর শুক্রবার রাত থেকে তা দুর্ভোগে রূপান্তরিত হল। শনিবার সকাল থেকে শিয়ালদহ মেন লাইনের বিভিন্ন স্টেশনে ঘন্টার পর ঘন্টা হাপিত্যেশ করে বসে রইলেন রেল যাত্রীরা।
advertisement
তীর্থের কাকের মতো ট্রেনের দেখা মিললেও সেই ট্রেনে ওঠার জো ছিল না বেশিরভাগ যাত্রীরই। কারণ অসম্ভব ভিড়। শনিবার সকাল চারটে থেকে আটটা পর্যন্ত মাত্র তিনটি ট্রেন ডাউন লাইনে চলেছে। নৈহাটি, ইছাপুর, কাকিনাড়া, জগদ্দল, শ্যামনগর, পলতা, ব্যারাকপুর, টিটাগর, খড়দহ, সোদপুর, আগরপাড়া, বেলঘড়িয়া, একের পর এক স্টেশনে শুধু মানুষের মাথা। ট্রেন না পেয়ে অনেকেই বাসের ভরসায়। আর বাসেও বাদুড়ঝোলা ভিড়।
advertisement
শুক্রবার রাতে অনেকেরই এমন অবস্থা গেছে যে শিয়ালদহ থেকে কল্যাণী পৌঁছতে ছ’ঘন্টা কেটে গিয়েছে। আগামিকাল রোববার ছুটির দিন হওয়ায় অফিস যাত্রীদের সেইভাবে হয়তো ঝক্কি পোহাতে হবে না, কিন্তু আগামী সোমবার এবং মঙ্গলবার কী হতে চলেছে, সে ভেবেই অস্থির প্রত্যেকে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2023 9:14 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ফের রেল-বিভ্রাট! ভরদুপুরে বিকট শব্দে থেমে গেল দুরন্ত এক্সপ্রেস, চরম ভোগান্তি যাত্রীদের