Job Scam| Job Cancel|| DA ধর্মঘটের বিরুদ্ধে স্কুলে গিয়েছিলেন তৃণমূল বিধায়কের মেয়ে, আজ তাঁরই নাম চাকরি বাতিলের তালিকায়
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Job Cancel: গ্রুপ সি নিয়োগ বাতিলের তালিকায় নাম উঠে এসেছে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে মহাকুমার মিনাখাঁর তৃণমূলের বিধায়ক ঊষারানি মণ্ডলের মেয়ে বিনতা মণ্ডলের। চাকরি বাতিলের তালিকায় তাঁর নাম এসেছে ১৪১ নম্বরে৷
বসিরহাটঃ এ বার চাকরি বাতিলের তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ের নাম। অস্বস্তিতে মিনাখা তৃণমূলের বিধায়ক ঊষারানি মণ্ডল। গ্রুপ সি নিয়োগ বাতিলের তালিকায় নাম উঠে এসেছে উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে মহকুমার মিনাখাঁর তৃণমূলের বিধায়ক ঊষারানি মণ্ডলের মেয়ে বিনতা মণ্ডলের। চাকরি বাতিলের নামের তালিকায় নাম এসেছে ১৪১ নম্বরে৷
২০১৮ সাল থেকে বিনতা বেলঘড়িয়া নন্দন নগর আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে কর্মরত। গত পাঁচ বছর ধরে এখানেই চাকরি করছেন। তৃণমূল বিধায়কের মেয়ের লিস্টে নাম আসায় অস্বস্তিতে পড়েছেন হাড়োয়া তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুনঃ সন্ধ্যায় কালবৈশাখীর তাণ্ডবে তছনছ হতে পারে, জেলায় বৃষ্টির পূর্বাভাস, জানুন আপডেট
ইতিমধ্যে এই ঘটনা নিয়ে সিপিআইএম সরব হয়েছে। মিনাখাঁর সিপিআইএম নেতা প্রদ্যুৎ রায় বলেন, 'যে ভাবে চাকরি সুরক্ষা দিতে পারছেন না, কৃষকদের ব্যবস্থা করতে পারছেন না। তৃণমূলের নাম জড়িয়ে গিয়েছে দুর্নীতির সঙ্গে। ক্ষমতার অপব্যবহার করে কোথাও মেয়ে, কোথাও ছেলে, আবার কোথাও নিজের আত্মীয়দের ক্ষমতা বলে চাকরি দিয়েছেন। আমরা কোন রাজত্ব বাস করছি তারই ফলশ্রুতি আজ দেখা যাচ্ছে।'
advertisement
advertisement
এ প্রসঙ্গে বিধায়ক ঊষারানি মণ্ডল মুখে কুলুপ এঁটেছেন। বিনতা এখন শ্বশুরবাড়ি দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে থাকেন। হাড়োয়ার দু'নম্বর তৃণমূলের ব্লক সভাপতি ফরিদ জমাদার বলেন, বিধায়ক তার ক্ষমতা বলে যা করেছেন, কী করে চাকরি পেয়েছেন, সেটা ওনার ব্যাপার। তৃণমূল কংগ্রেস তার জন্য দায়ী নয়। পুরো তৃণমূল দলকে দুর্নীতির আখ্যা দিয়ে কালিমালিপ্ত করা যাবে না।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 11, 2023 8:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Job Scam| Job Cancel|| DA ধর্মঘটের বিরুদ্ধে স্কুলে গিয়েছিলেন তৃণমূল বিধায়কের মেয়ে, আজ তাঁরই নাম চাকরি বাতিলের তালিকায়