TRENDING:

Anubrata Mondal: কেষ্টর ছবি গলায় ঝুলিয়ে আসানসোল আদালতে হাজির অনুগামী, কিন্তু কোনও লাভ হল না! প্রার্থনা বিফলে

Last Updated:

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের জামিনের প্রার্থনা করে তিনি তারাপীঠ এবং আসানসোলের ঘাগরবুড়ি মন্দির ও চন্দ্রচূড় মন্দিরের আশীর্বাদের ফুল নিয়ে এসেছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল: তিনি নিজেকে অনুব্রত মণ্ডলের সবচেয়ে বড় অনুগামী বলে দাবি করেন। তিনি আদালতের রায় মাথা পেতে মেনে নিলেও, বলেন অনুব্রত মণ্ডল নির্দোষ। আর এমন কেষ্ট অনুগামীর দেখা পাওয়া গেল আসানসোল আদালত চত্বরে। অনুব্রত মণ্ডলের জামিনের প্রার্থনা করে তিনি নিয়ে এসেছিলেন মন্দিরের ফুল। এভাবেই ফের খবরের শিরোনামে উঠে এলেন অনুব্রত মন্ডলের অনুগামী রজত গড়াই। যিনি নিজেকে দুবরাজপুর পৌরসভার কর্মী বলে দাবি করেন।
advertisement

পাশাপাশি নিজেকে অনুব্রত মণ্ডলের অন্যতম অনুগামী করে দাবি করেন। গলায় অনুব্রত মণ্ডল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ঝুলিয়ে ঘুরে বেড়ায় তিনি। প্রসঙ্গত, যখন অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে দুবরাজপুরে নিয়ে যাওয়া হয়েছিল, তখনই খবরে উঠে এসেছিলেন রজত গড়াই। অনুব্রত মণ্ডলের অনুগামী হিসেবে তিনি উঠে এসেছিলেন খবরে। এদিন গরু পাচার মামলায় ফের অনুব্রত মণ্ডলকে তোলা হয়েছিল আসানসোলের বিশেষ সিবিআই আদালতে।

advertisement

আরও পড়ুন: দোকানের দরজা খুলতেই ভয়ঙ্কর দৃশ্য, ঝুলে রয়েছে বুলেট! ইসলামপুরে চরম চাঞ্চল্য

আরও পড়ুন: শর্ট সার্কিট থেকে সিলিন্ডার ফেটে আগুন, সেবক রোডের দোকানে মর্মান্তিক কাণ্ড!

View More

এদিন আসানসোল আদালত চত্বরে হাজির হয়েছিলেন তাঁর অনুগামী রজত গড়াই। আদালতের বাইরে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেছেন, আদালতের রায় মাথা পেতে মেনে নিতে হবে। কিন্তু তাঁর বিশ্বাস, বীরভূমের তৃণমূলে জেলা সভাপতি নির্দোষ। তিনি আরও বলেছেন, অনুব্রত মণ্ডলের জামিনের প্রার্থনা করে তিনি তারাপীঠ এবং আসানসোলের ঘাগরবুড়ি মন্দির ও চন্দ্রচূড় মন্দিরের আশীর্বাদের ফুল নিয়ে এসেছেন। অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার জন্য আদালতের বাইরে অপেক্ষাও করেছেন তিনি। চেয়েছেন অনুব্রত মণ্ডল জামিন পান। যদিও শুক্রবার অনুব্রত মণ্ডলকে আদালতে তোলা হলে, ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Anubrata Mondal: কেষ্টর ছবি গলায় ঝুলিয়ে আসানসোল আদালতে হাজির অনুগামী, কিন্তু কোনও লাভ হল না! প্রার্থনা বিফলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল