হোম /খবর /উত্তরবঙ্গ /
দোকানের দরজা খুলতেই ভয়ঙ্কর দৃশ্য, ঝুলে রয়েছে বুলেট! ইসলামপুরে চরম চাঞ্চল্য

North Dinajpur News: দোকানের দরজা খুলতেই ভয়ঙ্কর দৃশ্য, ঝুলে রয়েছে বুলেট! ইসলামপুরে চরম চাঞ্চল্য

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

North Dinajpur News: যুবকের মায়ের অভিযোগ, স্থানীয় দুই ব্যক্তি বুলেটকে ডেকে নিয়ে যায় একটি জমিজমা সংক্রান্ত বিষয়ে সমাধানের জন্য।

  • Share this:

চোপড়া: বৃহস্পতিবার রাতে চোপড়া থানার ভৈষপিটা এলাকায় এক দোকান থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। পুরনো শত্রুতার জেরে খুন করে দেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি পরিবারের। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে চোপড়া থানার হাপ্তিয়াগছ গ্রাম পঞ্চায়েতের খালপাড়া গ্রামের বুলেট আলম নামের এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ভৈষপিটা বাজার এলাকার এক দোকান থেকে। যুবকের মায়ের অভিযোগ, স্থানীয় দুই ব্যক্তি বুলেটকে ডেকে নিয়ে যায় একটি জমিজমা সংক্রান্ত বিষয়ে সমাধানের জন্য।

আরও পড়ুন: ছেলে ও স্ত্রী ঘুমিয়ে পড়ার পর গান গাইতে গাইতে ইস্ত্রি করছিলেন পুলিশ স্বামী, চিরকালের জন্য থেমে গেল সেই গান!

কিন্তু তার পর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর ভৈষপিটা বাজারের এক দোকান তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। পরিবারের সদস্যদের দাবি, ওই দুই ব্যক্তি বুলেটকে খুন করে ঝুলিয়ে দিয়েছে।

আরও পড়ুন: অল্প বয়সে বাড়ছে হৃদরোগ! আক্রান্ত হওয়ার আগেই কী করা উচিত, জানুন বিশেষজ্ঞের টিপস

অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

চঞ্চল মোদক

Published by:Raima Chakraborty
First published:

Tags: Crime News, North Dinajpur