মাসের শুরুতেই বেতনের একটা বড় অংশ ইএমআই, বাড়ি ভাড়া, বাচ্চাদের স্কুলের মেটাতে চলে যায়। এরপর আসে মুদিখানা, কাঁচা বাজার

 সপ্তাহে একবার বাইরে খাওয়াদাওয়া, ঘুরতে যাওয়াতেও খরচ হয়। এসবের পর সঞ্চয় বলে আর কিছু থাকে না। মাসের খরচ চালানোটাও অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়

ব্যাঙ্ক বা ক্রেডিট কার্ড স্টেটমেন্টের মাধ্যমে সেই সব সাবস্ক্রিপশনগুলো খুঁজে বের করতে হবে যেগুলো কোনও কাজেই লাগে না কিন্তু এখনও টাকা দিয়ে যেতে হচ্ছে

এমন অর্ধেক সাবস্ক্রিপশন বাতিল করে দিলেও প্রতি মাসে অনেক টাকা সঞ্চয় হবে

 যত বেশি ব্যালেন্স শোধ করা হবে তত কম সুদের টাকা মেটাতে হবে। যদিও এটি একমাত্র উপায় নয়, ঋণ দ্রুত পরিশোধ করার একটি উপায় হল স্নোবল পদ্ধতি ব্যবহার করাক্রেডিট কার্ডের সুদে নিয়ন্ত্রণ

খরচ বাঁচাতে খাবার নষ্ট করা চলবে না

শহর ছেড়ে হঠাৎ কোথাও গেলে বা যদি বোঝা যায় আগামী কয়েকদিন ফ্রিজের খাবার খাওয়া হবে না, তাহলে বন্ধু বা প্রতিবেশীকে সেটা দিয়ে যাওয়া যায়

ফর্দ ধরে কেনাকাটা করা উচিত। খেয়াল রাখতে হবে যাতে কোনও খাবার বাড়িতে অতিরিক্ত মজুত করা না হয়

বিমার জন্য অতিরিক্ত অর্থপ্রদান নয়। প্রত্যেকেরই বছরে একবার বিমা পলিসি পর্যালোচনা করা উচিত

ক্যাশ ব্যাক কার্ড বুঝেশুনে নিতে হয়। ভুল ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করলে হাজার হাজার টাকা জলে যাবে

আরও স্টোরিজের জন্য ক্লিক করুন

ক্লিক করুন