Siliguri News: শর্ট সার্কিট থেকে সিলিন্ডার ফেটে আগুন, সেবক রোডের দোকানে মর্মান্তিক কাণ্ড!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Siliguri News: শিলিগুড়িতে একটি হোটেলে আগুন লেগে মৃত্যু হল এক কর্মীর। সেই সঙ্গে হোটেল-সহ আরও ৪ টি দোকান আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে।
শিলিগুড়ি: শিলিগুড়ির হোটেলে আগুন লেগে মৃত্যু হল এক কর্মীর। সেই সঙ্গে হোটেল-সহ আরও ৪ টি দোকান আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির সেবক রোডে। বৃহস্পতিবার গভীর রাতে সেবক রোডের কাছে একটি হোটেলে হঠাৎ আগুন দেখতে পান কিছু স্থানীয় বাসিন্দা। তড়িঘড়ি তাঁরা হোটেলের আশেপাশের বাড়ি এবং হোটেল, দোকানের মালিককে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হোটেল ও দোকানের মালিক। পাশাপাশি, দমকল কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছন। তবে তার আগে আগুনে পুড়ে মারা যান ওই কর্মী।
জানা গিয়েছে, মৃত হোটেল কর্মীর নাম পরিমল দাস (৩৫)। বাড়ি কোচবিহারের মাথাভাঙ্গায়। গত বছর অগাস্ট থেকে তিনি হোটেলটিতে কাজ করছিলেন। গত রাতে হোটেলেই ঘুমোচ্ছিলেন তিনি। সেই সময় অগ্নিদগ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। হোটেলটির পাশাপাশি, একটি টায়ার ও পানের দোকানও পুড়ে গিয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ সেবক মোড় সংলগ্ন হিলকার্ট রোডে আগুন লাগার ঘটনাটি ঘটে। কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে আগুন লেগে যায় লাগোয়া টায়ার ও পানের দোকানে।
advertisement

advertisement
আরও পড়ুন: ছেলে ও স্ত্রী ঘুমিয়ে পড়ার পর গান গাইতে গাইতে ইস্ত্রি করছিলেন পুলিশ স্বামী, চিরকালের জন্য থেমে গেল সেই গান!
পরে শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ি থেকে পুলিশ গিয়ে হোটেলের ভিতর থেকে দগ্ধ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। দমকলের তরফে জানানো হয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন ছড়ায় ৷ কিন্তু আগুনের উৎস শর্ট সার্কিট৷ অন্যদিকে, দোকানের ভিতরে অগ্নিদগ্ধ হয়ে মৃত হোটেলের কর্মী পরিমল দাসের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ৷ খবর পেয়ে এদিন সকালে ঘটনাস্থলে যান শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেব ৷
advertisement
অনির্বাণ রায়
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2023 6:26 PM IST