TRENDING:

PG Diploma in Manufacturing Technology: ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে ভবিষ্যৎ গড়তে চান? রয়েছে দারুণ সুযোগ!

Last Updated:

কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান থেকে খুব কম খরচে সম্পন্ন করা যাবে এক বছরের এই কোর্সটি। পড়ুয়াদের দেওয়া হবে হোস্টেলের সুবিধা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর: ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করার সুযোগ দিচ্ছে সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ ইনস্টিটিউট বা CMERI দুর্গাপুর। একবছরের রেগুলার এই কোর্সে ভর্তির জন্য ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিটেক অথবা সমতুল্য ডিগ্রি সম্পন্ন করা পড়ুয়ারা এই এক বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করার সুযোগ পাবেন। কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠান থেকে খুব কম খরচে সম্পন্ন করা যাবে এক বছরের এই কোর্সটি। পড়ুয়াদের দেওয়া হবে হোস্টেলের সুবিধা। তাছাড়াও আসন সংখ্যার ক্ষেত্রে ভারত সরকারের নিয়ম অনুযায়ী কিছু আসন সংরক্ষিত থাকবে। ইতিমধ্যেই এক বছরের এই ম্যানুফ্যাকচারিং পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ভর্তির জন্য আবেদন পত্র প্রকাশ করা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে আবেদনের শেষ তারিখ থেকে শুরু করে অ্যাডমিশন টেস্ট, ভর্তি হওয়ার তারিখ, ক্লাস শুরু হওয়ার তারিখ সমস্ত কিছুই।
দুর্গাপুরে অবস্থিত সিএমইআরআই। (প্রতীকী ছবি)
দুর্গাপুরে অবস্থিত সিএমইআরআই। (প্রতীকী ছবি)
advertisement

• কোর্সের নাম - অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং টেকনোলজি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা

• কোর্স সম্পর্কে প্রাথমিক ধারণা-

সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের তরফ থেকে এই কোর্সটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এই কোর্সটি তৈরি করা হয়েছে তাদের জন্য, যারা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য উৎসাহ রাখেন। ভারতের অর্থনীতিতে ম্যানুফ্যাকচারিং সংস্থাগুলি একটি গুরুত্বপূর্ণ জায়গা ধরে রেখেছে। ফলে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলির দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই এই সমস্ত সংস্থাগুলিও নিজের উৎপাদিত পণ্যের গুণগত মান আরও বাড়িয়ে তুলতে চাইছে। পাশাপাশি উৎপাদিত পণ্যগুলিকে আরও আধুনিক করে তুলতে চাইছে, যাতে এই সমস্ত জিনিসগুলি বিদেশি বাজারেও ভালো সাড়া ফেলতে পারে। এই কোর্সটি করলে পড়ুয়ারা ম্যানুফ্যাকচারিং সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। যেমন কিভাবে উৎপাদিত পণ্যের গুণগত মান বৃদ্ধি করা যায়, কিভাবে উৎপাদিত পণ্যগুলিকে আরও আধুনিক করে তোলা যায়, একবিংশ শতকের টেকনোলজির সঙ্গে সামঞ্জস্য রেখে কিভাবে পণ্যগুলিকে তৈরি করা যায় ইত্যাদি। তাছাড়াও উৎপাদিত পণ্যগুলির খুঁটিনাটি বিষয় যাতে তারা খতিয়ে দেখতে পারেন, সেই সমস্ত বিষয়গুলি এই কোর্সের মাধ্যমে শেখানো হবে।

advertisement

View More

• কোর্সের মেয়াদ -

একবছর, রেগুলার কোর্স। দুটি সেমিস্টার।

• কোর্সের খরচ -

অ্যাডমিশন ফি - ৪০০০ (One Time)

প্রত্যেক সেমিস্টারের টিউশন ফি (রেগুলার ক্যান্ডিডেট) - ২৯০০০

• প্রত্যেক সেমিস্টারের টিউশন ফি (স্পনসর্ড ক্যান্ডিডেট) - ৫৮০০০

advertisement

• সিকিউরিটি ডিপোজিট - ১০০০০ (ফেরতযোগ্য)

• আবেদন প্রক্রিয়া -

সংস্থার তরফ থেকে ভর্তির বিজ্ঞপ্তির পাশাপাশি ভর্তির আবেদনপত্র প্রকাশ করা হয়েছে। নিচের লিঙ্কে ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করা যাবে। তারপর যাবতীয় তথ্য পূরণ করে তা পাঠিয়ে দিতে হবে সংস্থার মেইল আইডিতে। অথবা পোস্টাল সার্ভিসের মাধ্যমে আবেদন পত্র পাঠানো যাবে। তবে তা সংস্থার কাছে পৌঁছতে হবে ০৪ জুন, ২০২২ এর মধ্যে। এক্ষেত্রে আবেদনপত্র পূরণের সময় ২০০ টাকা অ্যাপ্লিকেশন ফি হিসেবে জমা করতে হবে। যা অনলাইন এসবিআই পোর্টালের মাধ্যমে জমা করা যাবে। যার লিঙ্ক আবেদনপত্রে দেওয়া আছে। পাশাপাশি নিচেও উল্লেখ করা হয়েছে। আবেদনপত্র পোস্টাল অথবা মেলে পাঠানোর সময় মানি রিসিপ্ট পাঠাতে হবে। আর আবেদন পত্র এবং মানি রিসিপ্ট এর একটি করে প্রত্যায়িত নকল কপি রেখে দিতে হবে নিজের কাছে। যা ইন্টারভিউয়ের সময় দেখাতে হবে।

advertisement

আবেদনপত্র পাঠানোর মেইল আইডি - coordinator.cmeri@acsir.res.in

পোস্টাল অ্যাড্রেস -

The Coordinator, AcSIR

CSIR-Central Mechanical Engineering Research Institute

MG Avenue, Durgapur – 713 209 (W.B.)

এসবিআই পোর্টাল (অনলাইন পেমেন্ট) - https://www.onlinesbi.com/sbicollect/icollecthome.htm?corpID=377679

সংস্থার ওয়েবসাইটে গিয়েও অনলাইন পেমেন্ট করা যাবে।

advertisement

প্রথমে ওয়েবসাইটে যান - https://www.cmeri.res.in - তারপর Opportunity ট্যাবে ক্লিক করুন - এখানে Online Payment অপশনটি দেখতে পাবেন। তাতে ক্লিক করুন।

এক্ষেত্রে এসটি, এসসি এবং মহিলা আবেদনকারীদের ক্ষেত্রে কোনও রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না।

আরও পড়ুন - নিউজ ১৮ লোকালের খবরের জের! সংস্কার শুরু হল চরম বেহাল রাস্তার

• আসন সংখ্যা

সিএমইআরআই থেকে অ্যাডভান্স মেনুফেকচারিং টেকনোলজির ওপর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমায় মোট ৩০ টি আসন রয়েছে। তবে তার মধ্যেও ভারত সরকারের নিয়ম অনুযায়ী বেশ কয়েকটি আসন সংরক্ষিত থাকবে।

• আবেদনের শেষ তারিখ - ০৪ জুন, ২০২২

• ভর্তি প্রক্রিয়া -

০৬ জুনের মধ্যে সিলেক্টেড ক্যান্ডিডেটদের জানিয়ে দেওয়া হবে পরবর্তী প্রক্রিয়া।

১৫ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত হবে ইন্টারভিউ।

২৫ থেকে ২৬ জুলাই এর মধ্যে ফলাফল জানিয়ে দেওয়া হবে অনলাইনে। সংস্থার ওয়েবসাইট থেকেই জানা যাবে ফলাফল।

১৬ এবং ১৭ আগস্ট হবে ভর্তি প্রক্রিয়া।

২৩ আগস্ট থেকে অ্যাক্যাডেমিক সেশন চালু হয়ে যাবে।

আবেদন পত্র ডাউনলোড - নিচের এই লিঙ্কে ক্লিক করে সরাসরি ডাউনলোড করা যাবে আবেদন পত্র। তাছাড়াও সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদন পত্র ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন - পতিতাবৃত্তিকে বৈধ পেশার মর্যাদা দিল সুপ্রিম কোর্ট, উচ্ছ্বসিত নিষিদ্ধপল্লী

ডাউনলোড লিঙ্ক - https://www.cmeri.res.in/academics/full-time-post-graduate-diploma-pgd-course

সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট - https://www.cmeri.res.in

তাছাড়াও যে কোনও অসুবিধায় ফোন করা যাবে নিম্নলিখিত দুটি নম্বরে - 9434330540 (PGDAMT), 9831349152

হোস্টেলের সুবিধা

এক্ষেত্রে এক বছরের জন্য অ্যাডভান্স মেনুফেকচারিং টেকনোলজিতে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করতে আসা পড়ুয়ারা হোস্টেলের সুবিধা পাবেন। থাকা-খাওয়া, জল-বিদ্যুৎ সহ বিভিন্ন পরিষেবার জন্য মাসিক ৩৫০০ টাকা দিতে হবে প্রত্যেক পড়ুয়াকে।

যদি কোনও পড়ুয়া ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে নিজের ভবিষ্যৎ গড়তে চান, তাহলে আর দেরি না করে ভর্তি হয়ে যেতে পারেন কেন্দ্রীয় সংস্থার এক বছরের এই কোর্সে।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
PG Diploma in Manufacturing Technology: ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে ভবিষ্যৎ গড়তে চান? রয়েছে দারুণ সুযোগ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল