ওই বৈঠকে মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নানান বিষয়ে নিয়ে আলোচনা হয়। মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কী কী পদক্ষেপ করা হচ্ছে, নতুন কী কী নিয়মকানুন চালু হল ইত্যাদি বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। যেখানে দুর্গাপুরের বিভিন্ন বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকা এবং প্রতিনিধিরা হাজির ছিলেন।
জানা গিয়েছে, চলতি বছরে দুর্গাপুর মহকুমায় মোট ৪৩ টি বিদ্যালয়কে মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই বছর প্রতিটি পরীক্ষা কেন্দ্রে তিনটি করে সিসিটিভি ক্যামেরা লাগানো থাকবে। যার মাধ্যমে সরাসরি মধ্যশিক্ষা পর্ষদে অফিস থেকে নজরদারি চালানো যাবে।
advertisement
আরও পড়ুন: চুরি করে জেলে, ছাড়া পেয়ে আবার সেই চুরির পথেই! যদিও শেষ রক্ষা হল না 'বেজির'
পাশাপাশি প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে মোতায়েন করা হবে পুলিশ। অন্যদিকে পর্ষদের নজর থাকবে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের দিকে। বিশেষ করে স্পর্শকাতর কেন্দ্রগুলির দিকে নজর রাখা হবে বিশেষভাবে। তাছাড়াও পরীক্ষা দিতে গিয়ে কোনও পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে, তাদের যাতে তৎক্ষণাত চিকিৎসা দেওয়া যায়, তার ব্যবস্থা করা হবে। সব মিলিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি সেরে নিচ্ছে প্রশাসনও। এই বছর দুর্গাপুর মহকুমায় ৯২৬১ জন পড়ুয়া মাধ্যমিক পরীক্ষায় বসবে। যার মধ্যে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ৪৯২৫ জন এবং ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৪২৭৬ জন।
নয়ন ঘোষ





