South 24 Parganas News: চুরি করে জেলে, ছাড়া পেয়ে আবার সেই চুরির পথেই! যদিও শেষ রক্ষা হল না 'বেজির'

Last Updated:

চুরির সময় হাতেনাতে ধরা পড়ল 'বেজি'! তাকে জেরা করে কয়েক দিন আগের আরেকটি চুরির ঘটনার কিনারা করল পুলিশ

জয়নগর: বাড়িতে কেউ না থাকার সুযোগে চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ল চোর। যদিও পালিয়ে গিয়েছে তার স্যাঙাত। দক্ষিণ বারাসতের ভট্টাচার্য পাড়ার ঘটনা। স্থানীয় চন্দন মণ্ডলের বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগেই চুরি করতে এসে এলাকার মানুষের কাছে হাতেনাতে ধরা পড়ে শেখ রাকেশ ওরফে বেজি। যদিও তার সঙ্গী এলাকার মানুষের নজর এড়িয়ে পালিয়ে গিয়েছে।
ধৃত বেজিকে জিজ্ঞাসাবাদ করে কয়েকদিন আগে বহড়ুর একটি চুরির ঘটনার কিনারা করে ফেলেছে পুলিশ। বেজির ঢোলা থানার মিলন মোড় এলাকর বাড়ি থেকে আগের চুরির ঘটনায় খোয়া যাওয়া দুটি সোনার হার ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করেছে জয়নগর থানার পুলিশ। এছাড়াও জানা গিয়েছে, গত বছর জয়নগর-মজিলপুর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তিলি পাড়ায় এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের বাড়িতে চুরির ঘটনায় জেল খেটেছিল বেজি। কিন্তু ছাড়া পেতেই সে আবার পুরনো চুরির পথ বেছে নেয়। পুলিশের অনুমান তাকে জেরা করে আশেপাশের এলাকার আরও বেশ কিছু চুরির ঘটনার কিনারা করে ফেলা যাবে।
advertisement
advertisement
ঘটনা হলো বেশ কিছুদিন ধরে জয়নগরে চুরির ঘটনা ব্যাপক বেড়ে গিয়েছে। বিভিন্ন এলাকায় গৃহস্থের বাড়িতে চুরির একের পর এক অভিযোগ আসছিল জয়নগর থানায়। এই পরিস্থিতিতে জয়নগর থানার আইসি রাকেশ চ্যাটার্জির নির্দেশে জয়নগর থানার এসআই দিগন্ত মণ্ডল ও এসআই সায়ন ভট্টাচার্যের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। ওই দলটিই হাতেনাতে ধরে কুখ্যাত চোর বেজিকে।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News: চুরি করে জেলে, ছাড়া পেয়ে আবার সেই চুরির পথেই! যদিও শেষ রক্ষা হল না 'বেজির'
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement