Coochbehar News: অসমের ইটভাটায় কাজে গিয়ে নিখোঁজ কোচবিহারের পরিযায়ী শ্রমিক

Last Updated:

অসমের ইটভাটায়ের কাজে গিয়ে নিখোঁজ কোচবিহারের এক পরিযায়ী শ্রমিক। দেড় মাস আগে বাড়ি ফিরবেন বলে জানান, তারপর থেকেই আর কোন‌ও খোঁজ নেই মনপ্রসাদ ডাকুয়ার

অসমের ইঁট ভাটায় কাজ করতে গিয়ে নিখোঁজ ব্যক্তি
অসমের ইঁট ভাটায় কাজ করতে গিয়ে নিখোঁজ ব্যক্তি
কোচবিহার: দীর্ঘ দেড় মাস ধরে নিখোঁজ এক পরিযায়ী শ্রমিক। তিনি অসমে এক ইটভাটায় কাজে গিয়েছিলেন। কিন্তু দেড় মাস আগে বাড়ি ফিরবেন বলে জানান। তারপর থেকেই আর যোগাযোগ করতে পারেনি পরিবার। এমনকি অসমে গিয়ে খুঁজেও এসেছেন পরিবারের সদস্যরা। সেখানেও সন্ধান পাওয়া যায়নি মনপ্রসাদ ডাকুয়া নামে ওই পরিযায়ী শ্রমিককে। কোচবিহারের মাথাভাঙার চোঙারখাতা খাগড়িবাড়ি এলাকায় বাড়ি ওই নিখোঁজ পরিযায়ী শ্রমিকের। গোটা ঘটনায় চিন্তিত তাঁর পরিবার।
মনপ্রসাদ ডাকুয়ার সন্ধান না পেয়ে মাথাভাঙা থানায় নিখোঁজ ডায়রি করেছেন তাঁর স্ত্রী। এই বিষয়ে নিখোঁজ পরিযায়ী শ্রমিকের স্ত্রী রাধিকা ডাকুয়া বলেন, "প্রায় দেড় মাস ধরে আমার স্বামীর সন্ধান পাওয়া যাচ্ছে না। দুর্গা পুজোর পর অসমের এক ইট ভাটায় কাজ করতে গিয়েছিলেন। প্রতিবছরই ওখানে কাজে যান। তবে মাস দেড়েক আগে বাড়ি ফেরার কথা জানিয়েছিলেন। কিন্তু তারপর থেকেই আর সন্ধান নেই। দেড় মাস পেরিয়ে গেলেও কোন‌ও খোঁজ পাওয়া যায়নি।" রাধিকা ডাকুয়ার আশঙ্কা, তাঁর স্বামীকে অপহরণ করা হয়ে থাকতে পারে। এমনকি তিনি আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন।
advertisement
advertisement
দাদার খোঁজে মনপ্রসাদ ডাকুয়ার ভাই অসমে গিয়ে ইটভাটা ও তার আশেপাশের এলাকায় যথেষ্ট সন্ধান চালান। কিন্তু সেখানেও খোঁজ মেলেনি। গোটা বিষয়টি তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। তাঁরা ওই ব্যক্তি সম্পর্কে সমস্ত তথ্যই পেয়েছেন। তবে এখনও পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে গভীর দুশ্চিন্তায় দিন কাটছে ওই পরিযায়ী শ্রমিকের পরিবারের।
advertisement
সার্থক পণ্ডিত
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: অসমের ইটভাটায় কাজে গিয়ে নিখোঁজ কোচবিহারের পরিযায়ী শ্রমিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement