Nadia News: বাইকে তেল ভরতে পেট্রল পাম্প যাচ্ছিলেন, উল্টো দিক থেকে ছুটে আসা বাস পিষে দিয়ে চলে গেল

Last Updated:

বুধবার সকালে কৃষ্ণনগরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। তারপরই ক্ষুব্ধ এলাকাবাসী পথ অবরোধ করে

+
title=

নদিয়া: পেট্রল পাম্পে গিয়েছিলেন বাইকে তেল ভরবেন বলে। কিন্তু সেখান থেকে আর বাড়ি ফেরা হল না বন্ধুরাম ঘোষের। পেট্রল পাম্পের সামনে রাস্তা পার হওয়ার সময় তীব্র গতিতে ছুটে এসে তাঁকে পিষে দিয়ে চলে গেল বাস। নদিয়ার কৃষ্ণনগরের ঘটনা।
বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে কৃষ্ণনগরের কোতোয়ালি থানার জাহাঙ্গিরপুর নতুনপাড়া পেট্রল পাম্পের সামনে। মৃত বন্ধুরাম ঘোষের বাড়ি ভাতজাংলা পঞ্চায়েতের সতীশনগরে।
advertisement
স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বাইক নিয়ে পেট্রল পাম্পে তেল আনতে যাচ্ছিলেন বন্ধুরাম ঘোষ। সেই সময় রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে রাস্তা পার হ‌ওয়ার সময় কৃষ্ণনগর থেকে নবদ্বীপগামী একটি বেসরকারি বাস তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। এর পরই উত্তেজিত জনতা প্রায় এক ঘণ্টা পথ অবরোধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। তারা বোঝানোর পর অবরোধকারীরা উঠে যান। এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় কৃষ্ণনগর-নবদ্বীপ রুটে।
advertisement
মৈনাক দেবনাথ
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: বাইকে তেল ভরতে পেট্রল পাম্প যাচ্ছিলেন, উল্টো দিক থেকে ছুটে আসা বাস পিষে দিয়ে চলে গেল
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement