South 24 Parganas News:  সুন্দরবনে পাখি উৎসব, দ্বীপে দ্বীপে গিয়ে ছবি তুলতে পারবেন ফটোগ্রাফাররা

Last Updated:

সুন্দরবনে এই প্রথম শুরু হল পাখি উৎসব। ছবি তুলতে এসে হাজির হয়েছেন দেশ-বিদেশের বহু ফটোগ্রাফার

+
title=

দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের শুরু হল পাখি উৎসব। চার দিন ধরে চলবে এই উৎসব। সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এবং বন দফতরের অধীনে থাকা সব জঙ্গলেই এই উৎসব শুরু হয়েছে। মূলত বিভিন্ন দলে ভাগ হয়ে পাখিপ্রেমী ফটোগ্রাফাররা এই উৎসবে যোগ দিতে উপস্থিত হয়েছেন সুন্দরবনে।
প্রথম দিন সকলে এসে উপস্থিত হন গদখালীতে। সেখান থেকে লঞ্চে করে সজনেখালি। সেখানে পাখি উৎসবে অংশগ্রহণকারী সকল ফটোগ্রাফারদেরকে বুঝিয়ে দেওয়া হয় কীভাবে তারা পাখি উৎসবের ছবি সংগ্রহ করবেন। এই উৎসবে অংশ নিয়ে পাখির ছবি তোলার জন্য প্রত্যেক ফটোগ্রাফারকে দশ হাজার টাকা করে দিতে হচ্ছে। সজনেখালীতে বন দফতর ও ব্যাঘ্র প্রকল্পের আধিকারিকরা উপস্থিত থেকে কোন কোন পাখির ছবি তোলা যাবে এবং কোন কোন বন্যপ্রাণীর ছবি সংগ্রহ করা নিষিদ্ধ তা ভালো করে বুঝিয়ে দেন।
advertisement
advertisement
মূলত সুন্দরবনের যে সমস্ত এলাকায় সব থেকে বেশি পাখি উপস্থিত হয়, সেই সব দ্বীপগুলোতেই উপস্থিত থাকবেন ওয়াইল্ড লাইফ ফোটোগ্রাফাররা। পাখির ছবি সংগ্রহ করার পর সেগুলির একটি করে কপি ব্যাঘ্র প্রকল্পের সংগ্রহশালায় রাখা হবে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প সূত্রে জানা গিয়েছে, এখানে প্রতিবছর দেশ-বিদেশে থেকে বহু পাখি এসে হাজির হয় শীতের মরশুমে। ইতিমধ্যেই বেশ কিছু বিরল প্রজাতির পাখির ছবি সংগ্রহ করেছেন উৎসবে অংশগ্রহণকারী ফটোগ্রাফাররা। সুন্দরবনে এই প্রথম পাখি উৎসব হচ্ছে। তাই এই পাখি উৎসবকে কেন্দ্র করে যথেষ্ট উৎসাহ পাখিপ্রেমীদের মধ্যে।
advertisement
সুমন সাহা
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Parganas News:  সুন্দরবনে পাখি উৎসব, দ্বীপে দ্বীপে গিয়ে ছবি তুলতে পারবেন ফটোগ্রাফাররা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement