Hooghly News: সরকারি হাসপাতাল থেকে বের করে দেওয়া হল প্রসূতিকে! থেকে বাধ্য হয়ে ভর্তি হতে হল নার্সিংহোমে

Last Updated:

সরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা পেলেন না প্রসূতি, উল্টে বের করে দিলেন সিকিউরিটি সুপারভাইজার! চাঞ্চল্যকর অভিযোগ উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের বিরুদ্ধে

হুগলি: সরকারি হাসপাতালে প্রসূতির সঙ্গে দুর্ব্যবহার। শুধু তাই নয়, হাসপাতাল থেকে ওই প্রসূতিকে বের করে দেওয়া হল বলেও অভিযোগ! হুগলির উত্তরপাড়ার স্টেট জেনারেল হাসপাতালের ঘটনা। অভিযোগের আঙুল ওই হাসপাতালের সিকিউরিটি সুপারভাইজারের দিকে। সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে শেষ পর্যন্ত ওই প্রস্তুতিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।
সরকারি হাসপাতালের সিকিউরিটি সুপারভাইজারের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে উত্তরপাড়ায়। রোগীর পরিবারের তরফ থেকে উত্তরপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের সুপারকেও তাঁরা লিখিত অভিযোগ জানিয়েছেন। সিকিউরিটি সুপারভাইজার জয়া পাট্টাদারের বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
advertisement
জানা গিয়েছে, উত্তরপাড়ার ২ নম্বর ওয়ার্ডের বিধানপল্লী এলাকার এক প্রসূতির প্রসব বেদনা উঠলে পরিজনরা তাঁকে নিয়ে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালের এমারজেন্সিতে যান। তখন সেখানে কোনও চিকিৎসক ছিলেন না‌ বলে পরিবারের দাবি। সেই সময় একটি ঘরে চেয়ারে বসেছিলেন হাসপাতালের সিকিউরিটি সুপারভাইজার জয়া পাট্টাদার। প্রসূতিকে নিয়ে তাঁর পরিজনরা সেই ঘরে ঢুকে পড়েন। অভিযোগ, চিকিৎসক কোথায় জিজ্ঞাসা করতেই জয়া ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁদের ঘর থেকে বের করে দেন। ঠিক তখন‌ই বাইরে এসে ওই প্রসূতি পড়ে যান। পরিবারের সদস্যরা তখন এই ঘটনার জন্য হাসপাতালের সিকিউরিটি সুপারভাইজারের দিকে আঙুল তোলেন। তাতে ওই মহিলা আরও রেগে যান বলে প্রসূতির পরিবারের দাবি। সেই সময় ওই প্রসূতির ভাই গোটা ঘটনা তার মোবাইলে রেকর্ড করছিল। এই কারণে তাকে চর মারবে বলে শাসানোর অভিযোগ উঠেছে ওই সিকিউরিটি সুপারভাইজারের বিরুদ্ধে।
advertisement
advertisement
এই ঘটনার পর‌ই ওই প্রসূতিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সরকারি হাসপাতালে গিয়ে তাঁরা চিকিৎসা পাননি, উল্টে বের করে দেওয়া হয়েছে।
প্রশ্নটির শ্বশুর কৈলাস দাসের অভিযোগ পেয়েই অভিযোগ পেয়েই ঘটনার তদন্তের জন্য চার সদস্যের ঐকটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার দুপুরে অভিযোগকারী কৈলাস দাস ও অভিযুক্ত জয়া পাট্টাদারকে হাসপাতালে ডেকে পাঠানো হয়। তাঁদের বক্তব্য শুনেছে তদন্ত কমিটি। এবার তাঁরা এই অভিযোগের বিষয়ে জেলা স্বাস্থ্য দফতরে রিপোর্ট জমা দেবেন।
advertisement
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: সরকারি হাসপাতাল থেকে বের করে দেওয়া হল প্রসূতিকে! থেকে বাধ্য হয়ে ভর্তি হতে হল নার্সিংহোমে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement