Alipurduar News: কাজ হয়নি, তাই গ্রামে ঢোকা চলবে না! কেন্দ্রীয় দলকে ফিরিয়ে দিলেন গ্রামবাসীরা

Last Updated:

বেশিরভাগ গ্রামবাসী সরকারি প্রকল্পের সুবিধা ঠিক করে পাচ্ছেন না। বারবার প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি। এই পরিস্থিতিতে আলিপুরদুয়ারের ক্ষুব্ধ গ্রামবাসীরা কেন্দ্রীয় প্রতিনিধি দলকে গ্রামে ঢুকতে দিলেন না

+
title=

আলিপুরদুয়ার: দিনের পর দিন সঠিক পরিষেবা না পেয়ে ভরসা উঠেছে প্রশাসনের ওপর থেকে। আর তাই কেন্দ্রীয় প্রতিনিধি দলকে গ্রামে ঢুকতে দেখে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। কার্যত কেন্দ্রীয় দলের সদস্যদের বলে দেওয়া হল, এখানে 'নো এন্ট্রি'! আলিপুরদুয়ারের গাড়োপাড়া পঞ্চায়েতের আটিয়াবাড়ি গ্রামের ঘটনা।
কেন্দ্রীয় দল এই মুহূর্তে বঙ্গ সফর করছে। তারা বিভিন্ন পঞ্চায়েতে গিয়ে সরকারি প্রকল্পগুলি খতিয়ে দেখছে। আলিপুরদুয়ারেও এক‌ই অবস্থা। কিন্তু জেলার অন্য কোনও গ্রামে গিয়ে এমন নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়তে হয়নি কেন্দ্রীয় দলের সদস্যদের। গাড়োপাড়া পঞ্চায়েতের কাজ পরিদর্শন করতে আসে কেন্দ্রীয় দল। সেই উপলক্ষে পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে ঘুরতে ঘুরতে তাঁরা আটিয়াবাড়ি গ্রামে গিয়ে হাজির হন। সেখানেই ক্ষুব্ধ গ্রামবাসীরা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের গ্রামে ঢুকতে দিতে রাজি হননি।
advertisement
advertisement
গ্রামবাসীদের বাধা পেয়ে ক্ষোভের কারণ জিজ্ঞেস করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। আর তাতে যেন বিস্ফোরণ হয়। তীব্র ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা। তবে আবাস যোজনার তালিকায় যাদের নাম নেই সেই সকল গ্রামবাসীর ক্ষোভ ছিল সবচেয়ে বেশি।
advertisement
গ্রামবাসীদের অভিযোগ, বাড়ি ভেঙে পড়ে যাচ্ছে তবু আবাস যোজনার তালিকায় নাম ওঠেনি। বাড়িতে‌ শৌচালয় নেই, তাই বাগানে যেতে হয় শৌচকর্ম করতে। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলছে। নানান সময় কর্তারা এসে সবকিছু শুনে চলে যান, কিন্তু প্রতিকার আর হয় না। এলাকাবাসীদের সাফ কথা, সমস‍্যার সমাধান না করতে পারলে গ্রামে প্রবেশ করতে হবে না কোনও প্রতিনিধি দলকে।
advertisement
অনন্যা দে
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Alipurduar News: কাজ হয়নি, তাই গ্রামে ঢোকা চলবে না! কেন্দ্রীয় দলকে ফিরিয়ে দিলেন গ্রামবাসীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement