Bankura News: খাবারের দাম চাইতেই তেলেভাজার ফুটন্ত তেলে দোকান মালিককে ফেলে দিল টোটো চালক!
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
খাবারের বকেয়া দাম চাওয়াটাই অন্যায় হয়েছিল। ক্ষুব্ধ টোটো চালক ধাক্কা মেরে দোকানের বৃদ্ধ মালিককে ফেলে দিল ফুটন্ত তেলের কড়ায়!
বাঁকুড়া: ধার করে খাবার খেয়েছিল। কিন্তু সেই টাকা ফেরত চাইতেই দোষ! রাগে অগ্নিশর্মা টোটো চালক ফুটন্ত তেলে ফেলে দিল বৃদ্ধ পাওনাদারকে। গরম তেলের উপর পড়ে গুরুতর জখম হয়েছেন খাবারের দোকানের বৃদ্ধ মালিক। বাঁকুড়ার বিষ্ণুপুরের ঘটনা।
এলাকায় টোটো চালক বর্ষাত খান 'দাদা' নামে পরিচিত। বাজারের বাকি ব্যবসায়ীদের অভিযোগ, তার দাপটে সকলকে চুপ করে থাকতে হয়। কিন্তু সে দীর্ঘদিন ধরে বৃদ্ধ ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র মোদকের দোকান থেকে খাবার খাচ্ছিল। এদিন সেই ধারের টাকা চাইতেই তর্ক জুড়ে দেয় ওই টোটো চালক। অস্রাব্য ভাষায় বৃদ্ধকে গালিগালাজ করে। তার আচরণের প্রতিবাদ করতেই আচমকা ধাক্কা মেরে তেলেভাজার ফুটন্ত তেলের কড়ায় ফেলে দেয় দোকানের বৃদ্ধ মালিক কৃষ্ণচন্দ্র মোদককে!
advertisement
এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই বৃদ্ধ ব্যবসায়ী। তাঁর শরীরের ২৫ শতাংশ জায়গা পুড়ে গিয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছেন। ওই ব্যবসায়ীর ছেলে প্রসেনজিৎ মোদক ও স্ত্রী গায়িত্রী দেবী অভিযোগ করেন, টোটো চালক বরসাত খানের অত্যাচারে কেউ কিছু বলতে পারেনা কিন্তু তার স্বামী পাওনা টাকা চাইতেই সে এমন কাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়।
advertisement
advertisement
এই ঘটনার তীব্র নিন্দা করেছে চক বাজার লক্ষ্মীমাতা ষোলো আনা বাজার কমিটি। কমিটির সদস্য ষষ্ঠী দে বলেন, বিষয়টি অত্যন্ত নিন্দাজনক। বিষ্ণুপুর থানার পুলিশ পরে অভিযুক্ত টোটো চালককে গ্রেফতার করে। সে জেরায় যাবতীয় দোষ স্বীকার করে নিয়েছে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জি
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2023 4:43 PM IST