Hooghly News: বাড়ি ফেরার পথে লটারি বিক্রেতার অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য গোঘাটে
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
লটারি বিক্রি করে বাইকে করে বাড়ি ফিরছিলেন। কিন্তু বাড়ির কাছেই অস্বাভাবিক মৃত্যু হল লটারি বিক্রেতার
হুগলি: বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক লটারি বিক্রেতার। হুগলির গোঘাটের মদিনা এলাকার ঘটনা। মৃত লটারি বিক্রেতার নাম অরবিন্দ সাঁতরা। তাঁর বাড়ি মদিনা এলাকায়।
প্রতিদিনের মত মঙ্গলবার রাতেও লটারি বিক্রি করে বাইকে করে বাড়ি ফিরছিলেন অরবিন্দবাবু। স্ত্রীকে ফোনে জানিয়েছিলেন ফিরতে একটু দেরি হবে। এর কিছুক্ষণ পরই বাড়ির কাছেই দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। কীভাবে দুর্ঘটনা ঘটল তা সঠিকভাবে জানা না গেলেও স্থানীয়দের অনুমান, পিছন থেকে বড় কোনও গাড়ি এসে ওই লটারি বিক্রেতার বাইকে ধাক্কা মেরেছিল। যার জেরেই তাঁর মৃত্যু হয়েছে।
advertisement
মৃতের স্ত্রী জানান, প্রতিদিনের মতই মঙ্গলবার রাতেও বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন অরবিন্দ সাঁতরা। তবে তার আগে ফোন করে জানিয়েছিলেন এদিন একটু দেরি হবে। এর কিছুক্ষণ পরই তাঁর স্ত্রী প্রতিবেশীদের থেকে খবর পান, বাড়ির কাছে দুর্ঘটনা ঘটেছে। শুনেই তিনি দৌড়ে ঘটনাস্থলে যান। দেখেন স্বামী মৃত অবস্থায় পড়ে আছে। কিন্তু ঠিক কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা মৃতের পরিবার জানে না বলে জানিয়েছে। তারা এই বিষয়ে প্রশাসনের কাছে তদন্তের আর্জি জানায়।
advertisement
advertisement
স্থানীয়রা জানিয়েছেন, তাঁরা রাস্তায় মৃত অবস্থায় অরবিন্দ সাঁতরাকে পড়ে থাকতে দেখেন। অনুমান, পিছন থেকে কোনও বড় গাড়ি এসে তাঁর বাইকে ধাক্কা দিয়েছিল। তবে বিষয়টি সঠিকভাবে জানার জন্য পরিবারের পাশাপাশি এলাকার মানুষও পুলিশের কাছে তদন্তের আর্জি জানিয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে ওই লটারি বিক্রেতার দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় গোঘাট থানার পুলিশ। তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে।
advertisement
শুভজিৎ ঘোষ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 08, 2023 3:21 PM IST