আসলে বেশ কিছুদিন ধরেই গ্রামের একের পর এক পুরুষ নেশাগ্রস্ত হয়ে প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়ছেন। গ্রামের আনাচে-কানাচে চোলাই মদের ঠেক। মদ্যপান করে প্রায় সময় রাস্তা দিয়ে চলতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন একে পর এক পরিবারের কর্তা। তাই এবার লাঠি হাতে নিয়ে রণচন্ডী রূপ ধারণ করল এলাকার মা দুর্গারা।
আরও পড়ুন:মুকুল আসতে শুরু করেছে লিচু গাছে! এ সময় মেনে চলুন এই টিপস! ফলে ভরবে গাছ
advertisement
নিজেদের পরিবারের সদস্যদের বাঁচাতে একত্রিত হয়ে অবৈধ মদের ঠেক গুলিতে লাঠি হাতে মদ তৈরির সমস্ত সরঞ্জাম ভাঙচুর করেন গ্রামের মহিলারা। চোপড়া ব্লকের মাঝিয়ালী গ্রামের এই ঘটনা। জানা যায় প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে চলছিল অবৈধ মদ তৈরি। চিরতরে এলাকায় যাতে কোন চোলাই মদের কারখানা না হয় তাঁর জন্য জোর কদমে আন্দোলনও চালাচ্ছেন গ্রামের মহিলারাই।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পিয়া গুপ্তা





