Bus Accident: বাইক চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারাল যাত্রীবোঝাই বাস, সোজা গিয়ে ডিভাইডারে ধাক্কা! আহত একাধিক বাসযাত্রী
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Bus Accident: বাইক চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ডিভাইডারে ধাক্কা মারল যাত্রীবোঝাই বাস। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ইসলামপুর, উত্তর দিনাজপুর, চঞ্চল মোদকঃ বাইক চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারল যাত্রীবোঝাই বাস। শুক্রবার রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের আশ্রমপাড়া মোড় এলাকায় রাজ্য সড়কের উপর ঘটনাটি ঘটেছে। এর জেরে বেশ কয়েকজন বাসযাত্রী হালকা জখম হন।
জানা গিয়েছে, এদিন পাটনা থেকে শিলিগুড়িগামী একটি বেসরকারি বাস ইসলামপুর শহর হয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। ইসলামপুর শহরের আশ্রমপাড়া মোড় এলাকায় এক বাইক চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে শিলিগুড়িগামী ওই যাত্রীবোঝাই বেসরকারি বাস।
আরও পড়ুনঃ চারচাকা গাড়ির পিছনে যাত্রীবাহী গাড়ির ধাক্কা! ভরসন্ধ্যায় বাসন্তীতে ভয়াবহ দুর্ঘটনা, আহত ১ শিশু সহ ১০ জন
এই ঘটনায় বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী হালকা আহত হন। সেই সঙ্গেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। ইতিমধ্যেই তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছে।
advertisement
advertisement
অন্যদিকে আজ সন্ধ্যাতেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার বাসন্তী রাজ্য সড়কের কালি বটতলা মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা চারচাকা গাড়ির পিছনে ধাক্কা মারে একটি যাত্রীবাহী গাড়ি। এর ফলে ওই গাড়ির ছাদে থাকা বেশ কয়েকজন রাস্তার উপর পড়ে যান। এই ঘটনায় ১০ জন কমবেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে আবার একজন শিশুও রয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Uttar Dinajpur,West Bengal
First Published :
October 31, 2025 10:23 PM IST

