Road Accident: চারচাকা গাড়ির পিছনে যাত্রীবাহী গাড়ির ধাক্কা! ভরসন্ধ্যায় বাসন্তীতে ভয়াবহ দুর্ঘটনা, আহত ১ শিশু সহ ১০ জন

Last Updated:

Road Accident: জানা যাচ্ছে, এদিন একটি চারচাকা প্রাইভেট গাড়ির পিছনে একটি যাত্রীবাহী গাড়ি সজোরে ধাক্কা মারে। এর জেরে ওই গাড়ির ছাদে থাকা প্রায় ৭-৮ জন রাস্তার উপর পড়ে যান। এই ঘটনায় একজন শিশু সহ ১০ জন কমবেশি আহত হন।

পথ দুর্ঘটনা | প্রতীকী ছবি
পথ দুর্ঘটনা | প্রতীকী ছবি
বাসন্তী, দক্ষিণ ২৪ পরগনা, অনুপ বিশ্বাসঃ দাঁড়িয়ে থাকা চারচাকা গাড়ির পিছনে অন্য একটি যাত্রীবাহী গাড়ির ধাক্কা। গুরুতর আহত হলেন ১০ জন। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার বাসন্তী রাজ্য সড়কের কালি বটতলা মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে বাসন্তী থানার পুলিশ।
জানা যাচ্ছে, এদিন বাসন্তী রাজ্য সড়কের কালি বটতলা মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি চারচাকা প্রাইভেট গাড়ির পিছনে একটি যাত্রীবাহী গাড়ি সজোরে ধাক্কা মারে। ক্যানিং থেকে ঝড়খালিগামী ওই গাড়ির ছাদে থাকা প্রায় ৭-৮ জন সোজা রাস্তার উপর পড়ে যান। এই ঘটনায় ১০ জন কমবেশি আহত হন। তাঁদের মধ্যে একজন শিশুও রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ নার্সিং পড়ুয়াদের জন্য দারুণ সুখবর! জয়নগরে খুলল উন্নতমানের নার্সিং ইনস্টিটিউট, কী কী কোর্স? কবে থেকে ভর্তি?
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়।
advertisement
এদিনের ঘটনার পর স্থানীয় মানুষজন ও যাত্রীবাহী ওই গাড়ির যাত্রীরা জানিয়েছেন, গাড়িটি দ্রুতগতিতে আসে এবং সেটি অতিরিক্ত যাত্রী নিয়ে যাচ্ছিল। তবে এই প্রথম নয়! প্রতিনিয়ত এই রাস্তায় চলাচল করা এই ধরনের গাড়িগুলির ছাদে যাত্রী  থাকে। এভাবেই গাড়িগুলি রাস্তায় চলাচল করে বলে জানিয়েছেন স্থানীয় মানুষজন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: চারচাকা গাড়ির পিছনে যাত্রীবাহী গাড়ির ধাক্কা! ভরসন্ধ্যায় বাসন্তীতে ভয়াবহ দুর্ঘটনা, আহত ১ শিশু সহ ১০ জন
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement