Nursing Institute: নার্সিং পড়ুয়াদের জন্য দারুণ সুখবর! জয়নগরে খুলল উন্নতমানের নার্সিং ইনস্টিটিউট, কী কী কোর্স? কবে থেকে ভর্তি?

Last Updated:

Jaynagar Institute of Nursing: জয়নগরে চালু হচ্ছে উন্নত মানের নার্সিং ইনস্টিটিউট। রাজ্যে বাড়বে কর্মসংস্থান। নার্সিং পড়ুয়াদের আর বশি টাকা দিয়ে রাজ্যের বাইরে পড়াশোনা করতে যেতে হবে না। নিজেদের এলাকাতেই এবার স্বল্পমূল্যে নার্সিং প্রশিক্ষণের সুবিধা পাবেন তারা।

+
জয়নগর

জয়নগর ইনস্টিটিউট অফ নার্সিং

জয়নগর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এবার জয়নগরে শুরু হতে চলেছে উন্নতমানের নার্সিং ইনস্টিটিউট। ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে জয়নগর হাটপাড়ায় শিলান্যাসের মধ্য দিয়ে এই নার্সিং ইনস্টিটিউটের শুভ সূচনা করেন সংস্থার চেয়ারম্যান।
বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে এবার বড় পদক্ষেপ নিল ফাউন্ডেশন। তাদের উদ্যোগে জয়নগরে তৈরি হচ্ছে উন্নত মানের নার্সিং ইনস্টিটিউট। জয়নগর হাটপাড়া এলাকায় বিশিষ্ট মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানিকভাবে শিলান্যাস হয়ে গেল ‘জয়নগর ইনস্টিটিউট অফ নার্সিং’ নামে এই নার্সিং ইনস্টিটিউটের।
আরও পড়ুনঃ  বাংলার ‘ড্রাগন’ কাঁপাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় মার্কেট! বিঘাতে ১৫০ কেজি ফলন, ‘এই’ বিদেশি ফল চাষে আয় হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা
এদিনের শিলান্যাস অনুষ্ঠানে এসে বিশিষ্ট চিকিৎসক বলেন, এতদিন দক্ষিণ চব্বিশ পরগনা তথা জয়নগরের নার্সিং কোর্সে পড়াশোনায় আগ্রহী ছাত্র-ছাত্রীদের কলকাতা-সহ রাজ্যের বাইরে বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটে অতিরিক্ত অর্থ ব্যয় করে পড়াশোনা করতে হত। এই নার্সিং ইনস্টিটিউট তৈরি হওয়ার পর সেই সব ছেলেমেয়েদের সবচেয়ে বড় সুবিধা হবে। নিজেদের এলাকায় তারা স্বল্পমূল্যে নার্সিং প্রশিক্ষণের সুবিধা পাবেন। তিনি আরও বলেন, যেহেতু এদের নিজস্ব দেড়শো বেডের নার্সিংহোম চালু রয়েছে তাই এখানে প্রশিক্ষণরত সমস্ত ছাত্র-ছাত্রীরা তাদের নিজেদের নার্সিংহোমে হাতে-কলমে কাজ শেখার সুযোগও পাবেন, এটা তাদের কাছে অতিরিক্ত পাওনা হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা কর্ণধার জানান, বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যেই মূলত তার এই প্রয়াস। তিনি আরও বলেন, ২০২৭ সালে তাদের নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। JNM ও BSC-র মধ্য দিয়ে প্রথমে এই নার্সিং ইনস্টিটিউট শুরু হবে। পরবর্তীকালে প্যারামেডিক্যাল কোর্স চালু করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nursing Institute: নার্সিং পড়ুয়াদের জন্য দারুণ সুখবর! জয়নগরে খুলল উন্নতমানের নার্সিং ইনস্টিটিউট, কী কী কোর্স? কবে থেকে ভর্তি?
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement