Dragon Fruit: বাংলার 'ড্রাগন' কাঁপাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় মার্কেট! বিঘাতে ১৫০ কেজি ফলন, 'এই' বিদেশি ফল চাষে আয় হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Dragon Fruit: প্রতি বিঘা জমিতে একবার চাষ করেই গড়ে ১৩০ থেকে ১৫০ কেজি পর্যন্ত ড্রাগন ফল পাওয়া যায়। বাজারে এর বর্তমান দাম প্রতি কেজি ১৬০ থেকে ১৭০ টাকার মধ্যে। এই ফল চাষ করে আপনিও হাজার হাজার টাকা আয় করতে পারবেন।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: উত্তর ২৪ পরগনার ড্রাগন ফল এখন দিল্লির আজাদ মান্ডিতে। চাষিদের মুখে হাসি, বিদেশি ফলের চাষে নতুন দিগন্ত। উত্তর ২৪ পরগনা জেলার মাটিতেই এখন ফুটে উঠছে বিদেশি ফলের সাফল্যের গল্প। জেলার সুটিয়া ও বসিরহাটের মধ্যমপুর এলাকায় কয়েক বিঘা জমিতে বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের চাষ করে চমকপ্রদ সাফল্য পেয়েছেন স্থানীয় উদ্যোক্তারা। সেই ফল এবার রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে দেশের অন্যতম বৃহত্তম ফলের বাজার – দিল্লির আজাদ মান্ডিতে।
উদ্যোক্তা শাহরুখ ইসলাম জানান, ‘প্রতি বিঘা জমিতে একবার হারভেস্টিংয়ে গড়ে ১৩০ থেকে ১৫০ কেজি পর্যন্ত ড্রাগন ফল পাওয়া যায়। বাজারে এর দাম বর্তমানে প্রতি কেজি ১৬০ থেকে ১৭০ টাকার মধ্যে। সঠিক পরিচর্যা করলে বছরে তিনবার পর্যন্ত ফলন সম্ভব। তাই লাভও তুলনামূলক অনেক বেশি’।
আরও পড়ুনঃ বাঁকুড়ায় পুরুষ লেপার্ডের দেহ উদ্ধার! তবে কি সঙ্গিনী ঘুরছে জঙ্গলে? আশঙ্কায় বন দফতরের মাইকিং
চাহিদা ক্রমেই বাড়ছে ড্রাগন ফলের। এমনকি অনলাইন অর্ডারও আসছে কলকাতা ও বাইরের রাজ্য থেকে। স্থানীয় আবহাওয়াতে সহজেই মানিয়ে নিচ্ছে এই গাছ। সঠিক ছাঁটাই ও জৈব সার ব্যবহারে ফলের মান আরও উন্নত হচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একসময় শুধুই বিদেশে দেখা যেত এই রঙিন ফল। আজ উত্তর ২৪ পরগনার মাটিতে তার সাফল্যের আলো ছড়িয়ে পড়েছে। চাষিদের মুখে এখন আনন্দের হাসি, কারণ তাদের ফল এবার পৌঁছে যাচ্ছে দেশের রাজধানীর বাজারে, নতুন আশার বার্তা নিয়ে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
October 31, 2025 7:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dragon Fruit: বাংলার 'ড্রাগন' কাঁপাচ্ছে এশিয়ার সবচেয়ে বড় মার্কেট! বিঘাতে ১৫০ কেজি ফলন, 'এই' বিদেশি ফল চাষে আয় হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা

 
              