Leopard: বাঁকুড়ায় পুরুষ লেপার্ডের দেহ উদ্ধার! তবে কি সঙ্গিনী ঘুরছে জঙ্গলে? আশঙ্কায় বন দফতরের মাইকিং
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Leopard at Bankura Forest: বাঁকুড়ার রাস্তায় লেপার্ডের দেহ উদ্ধার। দ্রুত গতির গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ডের। এদিকে বন দফতরের আশঙ্কা, পুরুষ লেপার্ড আছে মানেই তার সঙ্গিনী রয়েছে। সে এখন কোথায়? বাঁকুড়ার জঙ্গলে ঘুরে বাড়াচ্ছে?
বিষ্ণুপুর, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: এ যেন এক হৃদয়বিদারক প্রেমের কাহিনি। গাড়ির ধাক্কায় মৃত্যু হল পুরুষ লেপার্ডের, কিন্তু সঙ্গিনী? সে কোথায়? এর আগে এমন জন্তু দেখা যায়নি বাঁকুড়ায়। বন দফতর বলছে, এটি লেপার্ড। একটি পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ড। এদিকে পূর্ণবয়স্ক পুরুষ লেপার্ড আছে মানেই আশঙ্কা রয়েছে সঙ্গিনী থাকার। সে এখন কোথায়?
তন্ন তন্ন করে খোঁজ চালাচ্ছে বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগ। ডিএফও অভিজিৎ কর বলেন, সঙ্গিনী লেপার্ডের খোঁজ চলছে পুরোদমে। তবে এখনও পর্যন্ত হাতে কিছুই আসেনি। বৃষ্টি হয়েছে বলে পায়ের ছাপও ধুয়ে গিয়েছে।
আরও পড়ুনঃ হায় হায় কী সর্বনাশ! শ্বশুরবাড়ি বেড়াতে এসে চরম অঘটন! ভাগীরথী বক্ষে তলিয়ে গেলেন জামাই ও শিশু, ডুবুরি নামিয়ে তল্লাশি
ইতিমধ্যেই বন দফতর থেকে সতর্কতা মাইকিং করা হয়েছে এলাকায়। বলা হচ্ছে, জঙ্গলে থাকতে পারে হিংস্র জন্তু, অযথা জঙ্গলে প্রবেশ করতে নিষেধ করা হচ্ছে বন দফতরের তরফে। বাচ্চাদের জঙ্গলের কাছে যেতে বারণ করা হচ্ছে। এমত অবস্থায় মৃত লেপার্ডটির ময়নাতদন্ত হলে জানা যাবে মৃত্যুর আসল কারণ।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নদী, জঙ্গল, রেললাইন পেরিয়ে বাগডোগরায় হাতির দল স্থানান্তর, বনকর্মীদের নজিরবিহীন অভিযান, দেখুন সেই ছবি
বহু বছর হল এমন জন্তুর দেখা মেলেনি বাঁকুড়া জেলায়। তবে এখন এল কোথা থেকে? সেই প্রশ্নের উত্তরে ডিএফও জানান, কোথা থেকে এসেছে তা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। এদিকে বাঁকাদহ থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় পাওয়া গিয়েছে বাঘের পায়ের ছাপ, এমনটাই শোনা যাচ্ছে। তবে সেটা বাঘের পায়ের ছাপ নাকি লেপার্ডের পায়ের, সেটা নিশ্চিত হয়নি। তা যাচাই করে দেখতে ইতিমধ্যেই বন দফতরের আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। তবে কি বাঁকুড়ায় মৃত পুরুষ লেপার্ডের সঙ্গিনী পৌঁছে গিয়েছে পশ্চিম মেদিনীপুর? প্রশ্ন উঠছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবার আসা যাক মৃত লেপার্ডের দিকে, মৃত্যুর কারণ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্পিড লিমিট না মেনে দ্রুত বেগে চলমান কোন যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে। আরও একটি প্রশ্ন উঁকি দিচ্ছে বনকর্মীদের মনে। তবে কি ধীরে ধীরে বাঘ থাকার উপযোগী হয়ে উঠছে বাঁকুড়ার জঙ্গল? যদিও এর উত্তর এখন পরীক্ষা সাপেক্ষ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
Oct 31, 2025 5:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Leopard: বাঁকুড়ায় পুরুষ লেপার্ডের দেহ উদ্ধার! তবে কি সঙ্গিনী ঘুরছে জঙ্গলে? আশঙ্কায় বন দফতরের মাইকিং





