Murshidabad: হায় হায় কী সর্বনাশ! শ্বশুরবাড়ি বেড়াতে এসে চরম অঘটন! ভাগীরথী বক্ষে তলিয়ে গেলেন জামাই ও শিশু, ডুবুরি নামিয়ে তল্লাশি

Last Updated:

Drowning: শ্বশুরবাড়ি বেড়াতে এসে ভাগীরথী নদীতে তলিয়ে গেলেন জামাই। শ্যালকের ৭ বছরের ছেলের সঙ্গে সকালে নদীতে স্নান করতে গিয়েছিলেন ওই ব্যক্তি। গভীর জলে তলিয়ে গেলেন দু'জনই। ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। পরিবারে কান্নার রোল।

নদীতে ডুবুরি নামিয়ে চলছে খোঁজ
নদীতে ডুবুরি নামিয়ে চলছে খোঁজ
সুতি, মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: শ্বশুরবাড়ি বেড়াতে এসে ভাগীরথী নদীতে তলিয়ে গেলেন জামাই। নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেলেন জামাই-সহ শ্যালকের একরত্তি ছেলে। মুর্শিদাবাদের সুতির বাজিতপুরের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বেলা বারোটা নাগাদ শ্বশুরবাড়ি থেকে শ্যালকের ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ির পিছনের ভাগীরথী নদীতে স্নান করতে যান জামাই। শ্যালকের সাত বছরের ছেলে ভাগীরথীতে তলিয়ে যাচ্ছে দেখে তাকে বাঁচাতে গিয়ে গভীর জলে নামেন জামাই। শিশুটিকে কোনরকমে কাঁধে তুলতে পারলেও ভাগীরথীর স্রোতে ভেসে চলে যায় জামাই-সহ সাত বছরের শিশু।
advertisement
advertisement
শ্বশুরবাড়ি বেড়াতে এসে ভাগীরথীতে তলিয়ে গেলেন জামাই
শ্বশুরবাড়ি বেড়াতে এসে ভাগীরথীতে তলিয়ে গেলেন জামাই
পরিবার সূত্রে জানা গিয়েছে, জামাইয়ের নাম ইসরাইল শেখ (২২), বাড়ি সামশেরগঞ্জের মালঞ্চা গ্রামে। শিশুটির নাম মেরাজ শেখ বয়স ৭ বছর। বাড়ি সুতির বাজিতপুর গ্রামে। পিসেমশাইয়ের সঙ্গে সাত বছরের ছেলে ভাগীরথীতে তলিয়ে যাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে ডুবুরি টিমকে। তাদের খোঁজে চলছে তল্লাশি। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, ওই নদীতে খাল বেশি ছিল। সাত বছরের ছেলেকে তলিয়ে যেতে দেখে তার বাবা ছুটে আসেন। কিন্তু মুহূর্তের মধ্যেই ঘটে যায় এই অঘটনা। পুলিশকে খবর দেওয়া হয়েছে। খবর দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও। ডুবুরি নামিয়ে তল্লাশি চালানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই ঘটনায় কান্নার রোল পরিবারে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad: হায় হায় কী সর্বনাশ! শ্বশুরবাড়ি বেড়াতে এসে চরম অঘটন! ভাগীরথী বক্ষে তলিয়ে গেলেন জামাই ও শিশু, ডুবুরি নামিয়ে তল্লাশি
Next Article
advertisement
Bangladesh Leader: ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার! বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেওয়ার বার্তা
‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব’! হুমকি বাংলাদেশের নেতার!
  • ‘সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব’

  • ভারতবিরোধী বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলিকে আশ্রয় দিক বাংলাদেশ

  • হুমকিমূলক ভাষণ বাংলাদেশের নেতা হাসনাত আবদুল্লাহর

VIEW MORE
advertisement
advertisement