Drowning: সাতসকালে মর্মান্তিক ঘটনা, পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই, মৃত্যু একরত্তির

Last Updated:

Nadia: সাতসকালে কাউকে কিছু না জানিয়ে দুই ভাই বাড়ি থেকে বেরিয়ে চুপিচুপি পুকুরে স্নান করতে যায়। পরিবারের লোকজন সকালে ঘুম থেকে উঠে তাদের খোঁজাখুঁজি শুরু করে। এরপরই প্রতিবেশীদের কাছ থেকে খবর মেলে, দুই ভাই জলে তলিয়ে গিয়েছে।

শান্তিপুরে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই
শান্তিপুরে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: সাতসকালে স্নান করতে নেমে জলে তলিয়ে গেল দুই ভাই। কোনরকমে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হল বড় ভাইয়ের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছোট ভাই। শুক্রবার ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার পাঁচ নম্বর ওয়ার্ডে। জানা যাচ্ছে, পাঁচ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পাড়া লেনের শুভজিৎ রায়, বয়স পাঁচ বছর এবং শুভম রায়, বয়স ৩ বছর। তারা সম্পর্কে দুই ভাই।
পরিবারের দাবি, বড় ভাই খুব চঞ্চল স্বভাবের হওয়ার কারণে তাদের উপর সব সময় নজর রাখতেন তাদের মা। এমনকি অনেক সময় বাড়িতে আটকেও রাখতেন তাদের। কিন্তু হঠাৎ সাত সকালে তারা দুই ভাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ঘণ্টাখানেক পরেও বাড়িতে ফিরে না আসলে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এরপরই প্রতিবেশীদের কাছ থেকে খবর পায়, দুই ভাই জলে তলিয়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ একবছরে কাটোয়া শহরে গঙ্গায় তলিয়ে ১১ জনের মৃত্যু! ঘাট পরিদর্শনে গিয়ে হতবাক প্রতিনিধি দল, তড়িঘড়ি পদক্ষেপ, ছবিতে দেখুন কী পরিস্থিতি
প্রতিবেশীরাই তড়িঘড়ি উদ্ধার করে দুই ভাইকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসলে দুই ভাইকে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা বড় ভাইকে মৃত বলে ঘোষণা করেন। ছোট ভাই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। তবে হঠাৎ এত সকালে কেনই ওই দুই বাচ্চা পুকুরে স্নান করতে নামল! নাকি এর পিছনে অন্য কোন কারণ রয়েছে তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
Drowning: সাতসকালে মর্মান্তিক ঘটনা, পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই ভাই, মৃত্যু একরত্তির
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement