জানা গিয়েছে, এদিন পাটনা থেকে শিলিগুড়িগামী একটি বেসরকারি বাস ইসলামপুর শহর হয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। ইসলামপুর শহরের আশ্রমপাড়া মোড় এলাকায় এক বাইক চালককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে শিলিগুড়িগামী ওই যাত্রীবোঝাই বেসরকারি বাস।
advertisement
এই ঘটনায় বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী হালকা আহত হন। সেই সঙ্গেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। ইতিমধ্যেই তাঁরা ঘটনার তদন্ত শুরু করেছে।
অন্যদিকে আজ সন্ধ্যাতেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার বাসন্তী রাজ্য সড়কের কালি বটতলা মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা চারচাকা গাড়ির পিছনে ধাক্কা মারে একটি যাত্রীবাহী গাড়ি। এর ফলে ওই গাড়ির ছাদে থাকা বেশ কয়েকজন রাস্তার উপর পড়ে যান। এই ঘটনায় ১০ জন কমবেশি আহত হয়েছেন। তাঁদের মধ্যে আবার একজন শিশুও রয়েছে।
