Litchi Cultivation Care: মুকুল আসতে শুরু করেছে লিচু গাছে! এ সময় মেনে চলুন এই টিপস! ফলে ভরবে গাছ
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
এই সময় লিচু গাছে ফল আসে। বিশেষ কয়েকটি টিপস মানলেই গাছ ফলে ভরে যাবে। জেনে নিন সেই টিপস।
উত্তর দিনাজপুর: আপনার কি লিচু গাছে গুটি আসতে শুরু করেছে? এই সময় করতে হবে সঠিকভাবে পরিচর্যা নইলে কিন্তু গুটি আসলেও ভাল ফলন পাবেন না লিচুর। আমাদের অনেকেই বাড়িতেই সখ করে লিচু গাছ লাগিয়ে থাকি, কেউবা লিচুবাগান করে থাকি। কিন্তু বেশ কিছু সমস্যা আছে, যার কারণে কিন্তু লিচুর ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
কচি অবস্থায় লিচু পড়ে যাওয়া,ফেটে যাওয়া, ফলের গায়ে ফোস্কার মতো দাগ হওয়া,বা লিচুর গোড়ায় পোকা হয়ে যাওয়া। কিন্তু কীভাবে পরিচর্যা করলে এই সমস্যাগুলোর হাত থেকে নিস্তার মিলবে? লিচুর উন্নত মানের ভাল ফলন পেতে গুটি আসার পর থেকে শুরু করে দিতে হবে পরিচর্যা। কৃষি বিশেষজ্ঞ তারা প্রসাদ জানান, এই সময় লিচু গাছে মটর দানার আকৃতির গুটি চলে এসেছে এই সময় জল সেচ করতে হবে। তবে এই সময় প্রয়োজন মাফিক হালকা সেচ দিয়ে মাটির আর্দ্রতা বজায় রাখতে হবে।
advertisement
advertisement
এটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ মাটি একবারে শুকিয়ে যাওয়ার পর জল সেচ দিলে জলের আর্দ্রতার তারতম্যের কারণে ফল ঝরে যাওয়া ও ফেটে যাওয়ার সমস্যা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। তিন থেকে চার দিন অন্তর অন্তর গাছের পাতায়হালকা করে জল স্প্রে করতে হবে এতে পোকামাকড় কিংবা ধুলোবালি গাছে থাকলে ধুয়ে যাবে। এছাড়াও লিচু গাছে সপ্তাহে দুদিন অন্তর অন্তর জল দিতে হবে। এইভাবেই বাগান নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই লিচু গাছে দুর্দান্ত ফলন পাবেন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
পিয়া গুপ্তা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 23, 2024 5:33 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর দিনাজপুর/
Litchi Cultivation Care: মুকুল আসতে শুরু করেছে লিচু গাছে! এ সময় মেনে চলুন এই টিপস! ফলে ভরবে গাছ
