দিল্লির ঘটনার পর কেটে গিয়েছে কিছুটা সময়। এবার অপহরণের কাণ্ড মুর্শিদাবাদে। ফিল্মি কায়দায় নাবালিকাকে অস্ত্র দেখিয়ে অপহরণ। পুলিশের তৎপরতায় চার ঘন্টায় উদ্ধার করা নাবালিকাকে। মুর্শিদাবাদের শক্তিপুরে ফিল্মি কায়দায় এক নাবালিকাকে গলায় অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছিল। অভিযুক্তের নাম মহিদুল শেখ (৩৩), যিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার মিল্কি গ্রামে।
advertisement
আরও পড়ুন: রাসের মেলায় এসেছিলেন আলো জ্বালাতে, নিভে গেল নিজেরই জীবনের আলো! মর্মান্তিক পরিণতি কুলতলির যুবকের
পরিবার সূত্রে খবর, নাবালিকার বাড়ি বলিহারপাড়া গ্রামে। ওই ভারসাম্যহীন ব্যক্তি হাঁসুয়া ও ছুরি হাতে গিয়ে গলায় অস্ত্র ঠেকিয়ে নাবালিকাকে অপহরণ করে। প্রায় চার ঘণ্টা ধরে তাকে ঘরবন্দি করে রাখে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়রা জানান, তিন বছর আগেও একই ব্যক্তি নিজের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মারধর করেছিলেন। পরিবার উদ্ধার করতে ব্যর্থ হয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শক্তিপুর থানার এএসআই শফিকুল ইসলাম এবং তার সহকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে সাহসিকতার সঙ্গে নাবালিকাকে উদ্ধার করেন। পরে সার্কেল ইন্সপেক্টর দুর্গাপ্রসাদ মজুমদার বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেন। বর্তমানে মহিদুল শেখকে মানসিক চিকিৎসার জন্য বহরমপুর মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয়রা।





