রাসের মেলায় এসেছিলেন আলো জ্বালাতে, নিভে গেল নিজেরই জীবনের আলো! মর্মান্তিক পরিণতি কুলতলির যুবকের

Last Updated:

এসেছিল রসের মেলাতে আলো করতে আর নিজের জীবনে নেমে এলো অন্ধকারে ছায়া বিদ্যুতের  শক লেগে মৃত্যুর হলো কুলতলির সুরজিৎ এর

রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতাল
রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতাল
জয়নগর, সুমন সাহা: ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল জয়নগরে এক ইলেকট্রিক শ্রমিকের। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন পর অর্থাৎ আগামী বুধবার রাস পূর্ণিমা। আর এই রাস পূর্ণিমা উপলক্ষে জয়নগর দুই নম্বর ব্লকের সাহাজাদাপুর ও ময়দা গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থল হাতছাবড়ি গ্রামে রাসযাত্রার বিশাল মেলা বসে। আর সেই মেলাকে ঘিরে  জোর কদমে চলছিল তোড়জোর। মেলার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগের কাজ চলছিল। আর এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ সুরজিত মন্ডল, বয়স ২৯ বছর নামে এক শ্রমিক বিদ্যুতের সংযোগ করার সময় বিদ্যুতের  শক লেগে মৃত্যুর কোলে ঢোলে পড়ে।
স্থানীয়রা তৎক্ষনাৎ তাকে উদ্ধার করে নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতের বাড়ি কুলতলি থানার কৈখালী কাছাড়ি বাজার এলাকায়। খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এরপর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে, পাশাপাশি তদন্তের কাজ শুরু করেছে। আর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা জানান, ওই যুবক এসেছিলেন গোটা মেলাকে আলোকিত করতে। আর তার জীবনে নেমে এল অন্ধকারের ছায়া। এভাবে মৃত্যু হবে তা ভেবে উঠতে পারা যায় না। ওই যুবকের বাড়ি কুলতলি এলাকায়। এই খবর সুরজিৎ এর পরিবারে গিয়ে পৌঁছলে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। যদিও মেলা কমিটি পরিবারের পাশে থাকা আশ্বাস দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাসের মেলায় এসেছিলেন আলো জ্বালাতে, নিভে গেল নিজেরই জীবনের আলো! মর্মান্তিক পরিণতি কুলতলির যুবকের
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement