কলকাতা: বাংলা খবর: সাতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, কার্যত অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়াকে হারিয়ে মহিলা বিশ্বকাপের ফাইনালে জায়গা পাকা করে ফেলল ভারতের মেয়েরা। রচিত হল ইতিহাস। মন্থা মন্থর হলেও দুর্যোগের অশনি কাটেনি বঙ্গে। আজ জগদ্ধাত্রী পুজোর বিসর্জনেও কী দুর্যোগ হুঁশিয়ারি? কী বলছে আবহাওয়ার লেটেস্ট আপডেট? ভারী বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা। এসআইআর নিয়ে তৎপরতা বাংলা জুড়ে। পানিহাটির পর ইলামবাজার। SIR আবহে ফের বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ। ২০০২-এর ভোটার লিস্টে নাম না থাকায় আত্মঘাতী? দাবি পরিবারের। এসআইআর ইস্যুতে অভিষেকের ভার্চুয়াল বৈঠক শুক্রবার। আজ উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রেজাল্ট দেখতে চোখ রাখতে হবে নিউজ 18 বাংলা ডিজিটালের পাতায়। থাকবে ডোনাল্ড ট্রাম্প থেকে পাকিস্তান-চিন-রাশিয়ার খবর। আন্তর্জাতিক কূটনীতি থেকে অর্থনীতি। সোনার দাম বাড়ল না কমল? কত চলছে আজকের রেট? অন্যদিকে খেলায় আজ শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ, আগের ম্যাচ ক্যানবেরায় বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। এদিকে গোয়ায় আজ মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান। হরমনপ্রীতদের খবরে চোখ রাখতে হবে নিউজ 18 বাংলার পাতায়।
মুম্বইয়ের পাওয়াইয়ের স্টুডিয়োয় ঠিক কী কারণে ১৭ জন শিশুকে পণবন্দি করে রেখেছিলেন রোহিত আর্য? এই বিষয়ে রোহিতের থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছে মহারাষ্ট্র সরকার। কিন্তু, পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে নিজে থেকেই অপহরণের কারণ জানিয়ে যান রোহিত। তাঁর দাবি ছিল, মহারাষ্ট্র সরকারের থেকে তিনি পান। সেই টাকার অঙ্ক প্রায় দু’কোটি। সেই বকেয়া পরিশোধের জন্য সরকারকে বার্তা দিতেই চেয়েছিলেন তিনি। সেই কারণেই শিশুদের পণবন্দি করেন তিনি। এ ছাড়া অন্য কোনও উদ্দেশ্য ছিল না। মহারাষ্ট্র সরকার বৃহস্পতিবার একটি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, রোহিত আর্য এবং তার সংস্থা, আফসারা মিডিয়া এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কস, রাজ্যের স্কুল শিক্ষা বিভাগ বা এর কর্মসূচির সঙ্গে কোনওভাবে যুক্ত ছিল না।
আগামী দু-ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা উত্তরের পাঁচ জেলায়। ঝড়-বৃষ্টির কমলা সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তীব্র বৃষ্টির সর্তকতা জারি। দক্ষিণের দুই জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সর্তকতা। উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা। সঙ্গে দমকা বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আলিপুর আবহাওয়া দফতর জারি করল সতর্কতা

ট্যুইট বার্তা দিয়ে রাজ্যের উচ্চ মাধ্যমিকে সফল ছাত্রী-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা তাঁর পোস্টে লেখেন, “আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারে সফল সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাদেরও অভিনন্দন জানাই। দেশের মধ্যে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা হল। এই বিপুল আয়োজন সঠিকভাবে করার জন্য এর সঙ্গে যুক্ত সকলকে আমার ধন্যবাদ জানাই। যারা এবার ভাল ফল করতে পারনি তাদের বলব, হতাশ না হয়ে চতুর্থ সেমিস্টারে যাতে ভাল ফল হয় তার চেষ্টা করো।”
আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারে সফল সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।
তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাদেরও অভিনন্দন জানাই।
দেশের মধ্যে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা হল। এই বিপুল আয়োজন সঠিকভাবে করার জন্য এর সঙ্গে যুক্ত সকলকে আমার…
— Mamata Banerjee (@MamataOfficial) October 31, 2025
কেন ১৭ জন শিশুকে পণবন্দি করে রেখেছিলেন রোহিত আর্য? টাকার দাবি, না অন্য কোনও কারণ, তা নিয়ে ধোঁয়াশা ছিল। কিন্তু পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে নিজেই অপহরণের কারণ জানিয়ে যান রোহিত। তাঁর দাবি, মহারাষ্ট্র সরকারের থেকে তিনি টাকা পান। সেই বকেয়া টাকার অঙ্ক প্রায় দু’কোটি। সেই বকেয়া পরিশোধের জন্য সরকারকে বার্তা দিতে চেয়েছিলেন তিনি। সেই কারণেই শিশুদের অপহরণ করেন।

৯৩.৭২ শতাংশ পরীক্ষার্থী পাস করল উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে। পাশের হারে এগিয়ে ছেলেরা। ছাত্রদের পাশের হার ৯৩. ৮১, ছাত্রীদের ৯৩.৬৫ পাশের হার। দক্ষিণ ২৪ পরগনাতে পাশের হার সবচেয়ে বেশি। পাশের হারের নিরিখে দ্বাদশ স্থানে কলকাতা। পুরুলিয়া থেকে ৯৮. ৯৭ নম্বর পেয়ে প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ – পরীক্ষা নিয়ে কোথাও কোনও সমস্যা হয়নি। ২ টো থেকে স্টেটমেন্ট অফ মার্কস দেব। আমাদের তরফ থেকে কোনও মার্কশিট দেওয়া হবে না। প্রতিটা বিষয়ের নাম থাকবে, বিষয়ের প্রাপ্ত নম্বর, মোট নম্বর, পার্সেন্টেইল থাকবে, স্কুলে সামারি শিট পাবেন। স্কুল এর ওভারঅল পারফরমেন্স থাকবে। অনলাইন মার্ক শিট থাকবে। দেখতে একদম অরিজিনাল মার্কশিটের মতো হবে। স্কুলগুলি ডাউনলোড করতে পারবে। প্রধান শিক্ষক সই করে সেটা নিতে পারবে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাংবাদিক বৈঠক: ৬৬০২৬০ আবেদন করেছিলেন পরীক্ষার জন্য, এর মধ্যে ৬৪৫৮৩২ পরীক্ষা দিয়েছেন। পুরোটাই মাল্টিপেল চয়েস টাইপ প্রশ্ন হয়েছে।৩৯ দিনের মাথায় রেজাল্ট বের করলাম।
বুথ লেভেল অফিসার হিসেবে বাতিল হওয়া শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের কোনওভাবেই দায়িত্ব নয়। জেলাগুলিকে সতর্ক করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। ইতিমধ্যেই রাজ্যের আশি হাজারেরও বেশি বুথের জন্য বুথ লেভেল অফিসার নিয়োগ সম্পন্ন হয়েছে। কয়েকটি জায়গায় বুথ লেভেল অফিসারদের পরিবর্তনও করা হচ্ছে। বুথ লেভেল অফিসারদের তালিকা নিয়ে যাচাই করার পরামর্শ দিয়েছে কমিশন। প্রসঙ্গত, চাকরি বাতিল হওয়া শিক্ষক-শিক্ষিকাদের ৩১শে ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ রয়েছে। তবু কোনও ভাবেই যেন তাদের বুথ লেভেল অফিসার হিসেবে রাখা না হয় সেদিকে সতর্ক কমিশন।
এসআইআর নিয়ে চরম হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ট্যুইট বার্তায় অভিষেক লেখেন, “সবার জানা থাকুক — একটিও বৈধ ভোটারের নাম যদি তালিকা থেকে কাটা হয়, আমরা সরাসরি নির্বাচন সদনের দরজায় গিয়ে প্রতিবাদ জানাব। এটা তাঁদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা। নাম মুছে ভোট চুরি করার চেষ্টা করলে বাংলার মানুষ রুখে দাঁড়াবে।” এসআইআর নিয়ে তৃণমূলের আজ নতুন অভিযোগ, SIR ঘোষণার মুহূর্তেই খেলা শুরু হয়ে গিয়েছে — “ছবিটা স্পষ্ট, কুৎসিত এবং উদ্দেশ্যপ্রণোদিত। পুরো প্রক্রিয়া ঠিকভাবে শুরু হওয়ার আগেই নাটাবাড়ি, মাথাভাঙা, আশোকনগর ও এখন বসিরহাটে ভোটার তালিকা থেকে নাম উধাও হয়ে যাচ্ছে।”
The moment SIR was announced, the game began, and the picture is ugly and unmistakable. Before the exercise has even properly rolled out, voters are disappearing from rolls in Natabari, Mathabhanga, Ashoknagar and now Basirhat.
In one Basirhat booth alone the online list shows a… pic.twitter.com/RL4et04nuX
— All India Trinamool Congress (@AITCofficial) October 31, 2025
এসআইআর কেন্দ্রিক বৈঠক ডাকল তৃণমূল। বিকেল চারটের সময় ভার্চুয়াল মাধ্যমে এই বৈঠক হবে। বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে সাধারণ মানুষের পাশে থাকা এবং সহযোগিতা করার বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা হবে ওই বৈঠকে। প্রায় ১৭ হাজার জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে হবে এই বৈঠক।
দেশজুড়ে পালিত হচ্ছে দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্য়াটেলের জন্মবার্ষিকী। সেই উপলক্ষ্যে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নর্মদায় অবস্থিত স্ট্যাচু অব ইউনিটিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকীতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীতে, যা জাতীয় একতা দিবস হিসেবে পালিত হয়, শ্রদ্ধা জানান এবং জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তাঁর বিশাল অবদানের কথা স্মরণ করেন।
#WATCH | Gujarat | Prime Minister Narendra Modi administers the oath of unity on the occasion of Rashtriya Ekta Diwas, the birth anniversary of Sardar Vallabhbhai Patel. #SardarPatel150
(Source: DD News) pic.twitter.com/3ezrQZZoJO
— ANI (@ANI) October 31, 2025
শুক্রবার আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের জন্য তাদের যৌথ ইস্তেহার প্রকাশ করল এনডিএ জোট। জোটের সমস্ত শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে প্রকাশ করা হল আসন্ন বিধানসভা ভোটের ইস্তেহার। রাজ্যের ১ কোটিরও বেশি তরুণদের সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহারে। আর কী কী আছে? একগুচ্ছ চমক।
পোস্তার চুরির ঘটনায় বড়বাজার থেকে গ্রেফতার টেলিভিশন অভিনেত্রী রূপা দত্ত। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রের খবর, ১৫ অক্টোবর পোস্তা থানার অধীনে আদি বাঁশতলা লেনে কেনাকাটার সময় এক মহিলার ব্যাগ থেকে প্রায় ২০ গ্রামের মঙ্গলসূত্র, ২১ গ্রামের এক সোনার চেইন , দুটি সোনার বালা এবং নগদ ৪,০০০ টাকা চুরি যায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ ও সূত্রের তথ্যের ভিত্তিতে রূপা দত্তকে গতকাল রাতে বড়বাজার নন্দরাম মার্কেটের কাছে গ্রেফতার করা হয়।
ঐতিহাসিক দিনের সাক্ষী হতে তৈরি হচ্ছে অসম। শুক্রবার মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত অহমিয়া ছবি ‘রোই রোই বিনলে’, আইকনিক গায়ক জুবিন গর্গের শেষ ছবি, রেকর্ড ভাঙার জন্য প্রস্তুত। ধেমাজিতে ভোর ৪:৪৫-এ প্রথম শো শুরু হবে, যা রাজ্যের চলচ্চিত্র শিল্পে এই প্রথম ঘটছে।
সিগনাল প্রবলেম দক্ষিণেশ্বর থেকে শোভাবাজার এবং শোভাবাজার থেকে দক্ষিণেশ্বর মেট্রো বন্ধ। যদিও মেট্রো চলাচল স্বাভাবিক গিরিশপার্ক থেকে আপ ও ডাউন লাইনে। লাস্ট মেট্রো দক্ষিণেশ্বর থেকে ছেড়ে গিয়েছে। দমদমে পৌঁছেছে ৮:০৭ মিনিটে। যদিও ট্রেনটি দেরি করে ছেড়েছিল ৮:১১ মিনিটে। এর ফলে সাতসকালে নিত্যযাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়।