West Bengal News Today Live: মিলবে ২০০২ সালের ভোটার তালিকা, এল সিইও দফতরের নয়া ওয়েবসাইট, রাজ্যে SIR নিয়ে জনস্বার্থ মামলা, মন্ত্রী পদে শপথ নিলেন আজহারউদ্দিন

Last Updated:

West Bengal News Today Live:মন্ত্রী হলেন মহম্মদ আজহারউদ্দিন! তেলঙ্গানা সরকারের মন্ত্রী হিসাবে শপথ নিলেন তিনি ৷ আগামী ১১ নভেম্বর জুবিলি হিলস বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন ৷ তার আগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের মন্ত্রিসভায় নিয়োগ। এদিকে রাজ্যে এসআইয়ের নিয়ে জনস্বার্থ মামলা। যা জানাল হাইকোর্ট। একাংশ চাকরিহারাদের নিয়ে হুঁশিয়ারি জেলায় জেলায়, কী নির্দেশ দিল হাইকোর্ট?

News18
News18

কলকাতা: বাংলা খবর: সাতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন, কার্যত অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়াকে হারিয়ে মহিলা বিশ্বকাপের ফাইনালে জায়গা পাকা করে ফেলল ভারতের মেয়েরা। রচিত হল ইতিহাস। মন্থা মন্থর হলেও দুর্যোগের অশনি কাটেনি বঙ্গে। আজ জগদ্ধাত্রী পুজোর বিসর্জনেও কী দুর্যোগ হুঁশিয়ারি? কী বলছে আবহাওয়ার লেটেস্ট আপডেট? ভারী বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা। এসআইআর নিয়ে তৎপরতা বাংলা জুড়ে। পানিহাটির পর ইলামবাজার। SIR আবহে ফের বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ। ২০০২-এর ভোটার লিস্টে নাম না থাকায় আত্মঘাতী? দাবি পরিবারের। এসআইআর ইস্যুতে অভিষেকের ভার্চুয়াল বৈঠক শুক্রবার। আজ উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের রেজাল্ট দেখতে চোখ রাখতে হবে নিউজ 18 বাংলা ডিজিটালের পাতায়। থাকবে ডোনাল্ড ট্রাম্প থেকে পাকিস্তান-চিন-রাশিয়ার খবর। আন্তর্জাতিক কূটনীতি থেকে অর্থনীতি। সোনার দাম বাড়ল না কমল? কত চলছে আজকের রেট? অন্যদিকে খেলায় আজ শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ, আগের ম্যাচ ক্যানবেরায় বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। এদিকে গোয়ায় আজ মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান। হরমনপ্রীতদের খবরে চোখ রাখতে হবে নিউজ 18 বাংলার পাতায়।

Oct 31, 20255:21 PM IST

এখনও কাটেনি ঘূর্ণিঝড়ের প্রভাব! বৃষ্টি হুঁশিয়ারি উত্তর থেকে দক্ষিণে, কোন কোন জেলা ভিজবে?

দুর্যোগ এখনও কাটেনি। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে শুক্রবার বৃষ্টি সম্ভাবনা রয়েছে দক্ষিণের একাধিক জেলায়। বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। আপাতত শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাব কাটেনি। দক্ষিণের জেলাগুলিতে কখনও হালকা আবার কখনও ভারী বৃষ্টি হতে দেখা যাচ্ছে।

Oct 31, 20255:16 PM IST

ব্যাটিং ব্যর্থতায় চাপে ভারত! অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ১২৬

বিশ ওভারও খেলতে পারলেন না সূর্যকুমাররা, একা লড়াই অভিষেকের! ব্যাটিং ব্যর্থতায় শিকার হল ভারতীয় ক্রিকেট দল। ফলে, প্রথমে ব্যাট করতে নেমে অজিদের বিরুদ্ধে চাপে ভারত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ভরাডুবি হল সূর্যকুমারদের। শুভমন গিল থেকে সূর্যকুমার ব্যাটে রান পাননি কেউই। শুরু থেকে একা ক্রিজে ছিলেন অভিষেক শর্মা। তাঁর লড়াকু ৬৮ রানের ইনিংসে ভর করেই তাও কিছুটা হলেও লড়াই করার মতন জায়গায় নিয়ে যান।

Oct 31, 20255:02 PM IST

কংগ্রেসকে বিঁধে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ালেন মোদি! কী বললেন প্রধানমন্ত্রী?

অনুপ্রবেশ ইস্যুতে বিরোধীদের কড়া আক্রমণ মোদির। ভোট ব্যাঙ্কের রাজনীতির অভিযোগ তুলে চড়া সুর। সব অনুপ্রবেশকারীকে দেশছাড়া করা হবে। হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মবার্ষিকীতে কংগ্রেসকে তুমুল কটাক্ষ হানলেন প্রধানমন্ত্রী। সাফ জানিয়ে দিলেন, ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে দেশের সুরক্ষার সঙ্গে আপস করেছে কংগ্রেস। তাদের চোখের সামনে অনুপ্রবেশকারীরা ভারতে ছেয়ে গিয়েছে, তা সত্ত্বেও অন্ধ হয়ে থেকেছে হাত শিবির। তবে অনুপ্রবেশকারী ইস্যুতে কংগ্রেসের নাম নেননি মোদি।

advertisement
Oct 31, 20254:46 PM IST

ভুটান গেলেন না নির্মলা! মাঝপথেই সফর বাতিল করে দিল্লি ফিরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

ভুটান সফরে যাওয়ার পথে খারাপ আবহাওয়ার জেরে মাঝপথেই সফর বাতিল করে দিল্লি ফিরতে হল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে। বৃহস্পতিবার দুপুরে প্রবল ঘূর্ণাবর্ত ও ভারী বৃষ্টির কারণে তাঁর ফ্লাইটটি শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে সফর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

খারাপ আবহাওয়ায় স্থগিত নির্মলার ভুটান সফর!
খারাপ আবহাওয়ায় স্থগিত নির্মলার ভুটান সফর!

Oct 31, 20254:11 PM IST

SIR In West Bengal: মিলবে ভোটার তালিকা থেকে SIR তথ্য, এল মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের নয়া ওয়েবসাইট

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নয়া ওয়েবসাইট। এবার থেকে এই নয়া ওয়েবসাইটেই মিলবে ভোটার তালিকা থেকে শুরু করে যাবতীয় তথ্য। ২০০২ এর ভোটার তালিকা ও মিলবে এই ওয়েবসাইটে। জানাল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। উল্লেখ্য, এসআইআর ঘোষণা হওয়ার পর সিইও দফতরের ওয়েবসাইট ক্র্যাশ করে। একসঙ্গে এক কোটিরও বেশি মানুষ ওয়েবসাইট ভিজিট করছিলেন। গতকাল বিকেলের পর থেকে সেই ওয়েবসাইট শুরু করা হলেও নতুন ওয়েবসাইট তৈরীরও কাজ চলছিল। এবার নতুন ওয়েবসাইট তৈরি করল সিইও দফতর।

Oct 31, 20253:53 PM IST

মন্ত্রী হলেন আজহারউদ্দিন! রাজ্যে উপ-নির্বাচনের আগে মন্ত্রী হলেন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক

মন্ত্রী হলেন মহম্মদ আজহারউদ্দিন ৷ শুক্রবার তেলঙ্গানা সরকারের মন্ত্রী হিসাবে শপথ নিলেন আজহারউদ্দিন ৷ আগামী ১১ নভেম্বর জুবিলি হিলস বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন৷ তার আগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের মন্ত্রিসভায় নিয়োগ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞমহলের একাংশ৷ তেলঙ্গানার মন্ত্রিসভায় ১৮ জন পর্যন্ত মন্ত্রীর নিয়োগ হতে পারে ৷ আজহারউদ্দিনের নিয়োগের ফলে ক্যাবিনেটের সংখ্যা দাঁড়াল ১৬ ৷

advertisement
Oct 31, 20253:00 PM IST

চাকরি বাতিল হওয়া শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের BLO-র দায়িত্ব নয়! সতর্ক করল CEO দফতর

অযোগ্যদের BLO-র দায়িত্ব নয়! চাকরি বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়ে জেলাগুলিকে সতর্ক করল রাজ্যের CEO দফতর।বুথ লেভেল অফিসারদের তালিকা যাচাই। তালিকা যাচাই করার পরামর্শ কমিশনের। ইতিমধ্যেই রাজ্যের আশি হাজারেরও বেশি বুথের জন্য বুথ লেভেল অফিসার নিয়োগ সম্পন্ন হয়েছে। কয়েকটি জায়গায় বুথ লেভেল অফিসারদের পরিবর্তনও করা হচ্ছে। বুথ লেভেল অফিসারদের তালিকা নিয়ে যাচাই করার পরামর্শ দিয়েছে কমিশন। প্রসঙ্গত, চাকরি বাতিল হওয়া শিক্ষক-শিক্ষিকাদের ৩১শে ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ রয়েছে। তবু কোনও ভাবেই যেন তাদের বুথ লেভেল অফিসার হিসেবে রাখা না হয় সেদিকে সতর্ক কমিশন।

Oct 31, 20252:59 PM IST

Kolkata News: ম্যানহোল থেকে উদ্ধার পচা গলা দেহ, কেশব চন্দ্র সেন স্ট্রিটে পুলিশ!

কেশব চন্দ্র সেন স্ট্রিটে ম্যানহোল থেকে উদ্ধার পচা গলা দেহ। ঘটনাস্থলে আমহার্স্ট স্ট্রিট থানা। পুলিশের প্রাথমিক অনুমান এক থেকে দেড় মাস আগেকার দেহ বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনা নাকি খুন গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে কলকাতা পুলিশের ডগ স্কোয়াডকে।

Oct 31, 20252:32 PM IST

Supreme Court On Stray Dogs: পথকুকুর মামলায় কড়া বার্তা সুপ্রিম কোর্টের

আদালতে সশরীরে উপস্থিত হতেই হবে, পথকুকুর মামলায় দেশের প্রতিটি রাজ্য এবং কেন্দ্র শাসিত রাজ্যের মুখ্যসচিবদের এমনই কড়া বার্তা দিল দেশের সুপ্রিম কোর্ট। গত ২২ অগাস্ট পথকুকুর মামলার রায়ের নির্দেশ মতো এখনও কেন হলফনামা জমা দেওয়া হয়নি তা নিয়েও প্রশ্ন তোলে দেশের সর্বোচ্চ আদালত। গত ২২ অগাস্ট পথকুকুরদের নিয়ে একাধিক রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট। এই বিষয়ে দেশের বিভিন্ন রাজ্যগুলিকে নির্দিষ্ট পদক্ষেপ করতেও বলা হয়। গত ২৭ অক্টোবর সুপ্রিম কোর্ট জানায়, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা এবং দিল্লি কর্পোরেশন বাদে দেশের বাকি রাজ্যের মুখ্যসচিবদের সশরীরে উপস্থিত হতে হবে। আগামী ৩ নভেম্বর এই বিষয়ে পরবর্তী শুনানি শুনবে আদালত।

advertisement
Oct 31, 20252:21 PM IST

১৭ শিশুকে পণবন্দি, 'বিস্ফোরক' রোহিত আর্য! 'শিক্ষা বিভাগের সঙ্গে কোনও যোগসূত্র নেই' স্পষ্ট করল মহারাষ্ট্র সরকার

মুম্বইয়ের পাওয়াইয়ের স্টুডিয়োয় ঠিক কী কারণে ১৭ জন শিশুকে পণবন্দি করে রেখেছিলেন রোহিত আর্য? এই বিষয়ে রোহিতের থেকে নিজেদের দূরত্ব বজায় রেখেছে মহারাষ্ট্র সরকার। কিন্তু, পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে নিজে থেকেই অপহরণের কারণ জানিয়ে যান রোহিত। তাঁর দাবি ছিল, মহারাষ্ট্র সরকারের থেকে তিনি পান। সেই টাকার অঙ্ক প্রায় দু’কোটি। সেই বকেয়া পরিশোধের জন্য সরকারকে বার্তা দিতেই চেয়েছিলেন তিনি। সেই কারণেই শিশুদের পণবন্দি করেন তিনি। এ ছাড়া অন্য কোনও উদ্দেশ্য ছিল না। মহারাষ্ট্র সরকার বৃহস্পতিবার একটি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে জানিয়েছে, রোহিত আর্য এবং তার সংস্থা, আফসারা মিডিয়া এন্টারটেইনমেন্ট নেটওয়ার্কস, রাজ্যের স্কুল শিক্ষা বিভাগ বা এর কর্মসূচির সঙ্গে কোনওভাবে যুক্ত ছিল না।

Oct 31, 20252:08 PM IST

IMD Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সতর্কতা, কমলা সর্তকতা! ভাসবে কোন কোন জেলা?

আগামী দু-ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা উত্তরের পাঁচ জেলায়। ঝড়-বৃষ্টির কমলা সর্তকতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তীব্র বৃষ্টির সর্তকতা জারি। দক্ষিণের দুই জেলায় ঝড়-বৃষ্টির হলুদ সর্তকতা। উত্তর চব্বিশ পরগনা ও নদিয়া জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সর্তকতা। সঙ্গে দমকা বাতাস ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। আলিপুর আবহাওয়া দফতর জারি করল সতর্কতা

২৮ অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের বাংলার উপকূলে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ২৭ তারিখের মধ্যে গভীর সমুদ্র থেকে উপকূলে ফিরে আসতে পরামর্শ।

Oct 31, 20251:54 PM IST

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে সফল ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা বার্তা মমতার

ট্যুইট বার্তা দিয়ে রাজ্যের উচ্চ মাধ্যমিকে সফল ছাত্রী-ছাত্রীদের শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা তাঁর পোস্টে লেখেন, “আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় সেমিস্টারে সফল সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাদেরও অভিনন্দন জানাই। দেশের মধ্যে প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে উচ্চ-মাধ্যমিক পরীক্ষা হল। এই বিপুল আয়োজন সঠিকভাবে করার জন্য এর সঙ্গে যুক্ত সকলকে আমার ধন্যবাদ জানাই। যারা এবার ভাল ফল করতে পারনি তাদের বলব, হতাশ না হয়ে চতুর্থ সেমিস্টারে যাতে ভাল ফল হয় তার চেষ্টা করো।”

advertisement
Oct 31, 20251:45 PM IST

মুম্বইয়ে ১৭ শিশুকে বন্দি? আসল কারণ কী ছিল? শেষবার্তায় বিস্ফোরক সেই অপহরণকারী!

কেন ১৭ জন শিশুকে পণবন্দি করে রেখেছিলেন রোহিত আর্য? টাকার দাবি, না অন্য কোনও কারণ, তা নিয়ে ধোঁয়াশা ছিল। কিন্তু পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে নিজেই অপহরণের কারণ জানিয়ে যান রোহিত। তাঁর দাবি, মহারাষ্ট্র সরকারের থেকে তিনি টাকা পান। সেই বকেয়া টাকার অঙ্ক প্রায় দু’কোটি। সেই বকেয়া পরিশোধের জন্য সরকারকে বার্তা দিতে চেয়েছিলেন তিনি। সেই কারণেই শিশুদের অপহরণ করেন।

 

Oct 31, 20251:08 PM IST

Higher Secondary Results 2025: উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফলপ্রকাশ, পাশের হারে এগিয়ে ছাত্ররা, প্রথম কে?

৯৩.৭২ শতাংশ পরীক্ষার্থী পাস করল উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারে। পাশের হারে এগিয়ে ছেলেরা। ছাত্রদের পাশের হার ৯৩. ৮১, ছাত্রীদের ৯৩.৬৫ পাশের হার। দক্ষিণ ২৪ পরগনাতে পাশের হার সবচেয়ে বেশি। পাশের হারের নিরিখে দ্বাদশ স্থানে কলকাতা। পুরুলিয়া থেকে ৯৮. ৯৭ নম্বর পেয়ে প্রথম হয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের দুই ছাত্র।

Oct 31, 202512:52 PM IST

'পরীক্ষা নিয়ে কোথাও কোনও সমস্যা হয়নি' :উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ – পরীক্ষা নিয়ে কোথাও কোনও সমস্যা হয়নি। ২ টো থেকে স্টেটমেন্ট অফ মার্কস দেব। আমাদের তরফ থেকে কোনও মার্কশিট দেওয়া হবে না। প্রতিটা বিষয়ের নাম থাকবে, বিষয়ের প্রাপ্ত নম্বর, মোট নম্বর, পার্সেন্টেইল থাকবে, স্কুলে সামারি শিট পাবেন। স্কুল এর ওভারঅল পারফরমেন্স থাকবে। অনলাইন মার্ক শিট থাকবে। দেখতে একদম অরিজিনাল মার্কশিটের মতো হবে। স্কুলগুলি ডাউনলোড করতে পারবে। প্রধান শিক্ষক সই করে সেটা নিতে পারবে।

advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal News Today Live: মিলবে ২০০২ সালের ভোটার তালিকা, এল সিইও দফতরের নয়া ওয়েবসাইট, রাজ্যে SIR নিয়ে জনস্বার্থ মামলা, মন্ত্রী পদে শপথ নিলেন আজহারউদ্দিন
advertisement
Himachal Pradesh Bus Accident: ৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
৩০০ মিটার গভীর খাদে বাস, হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৭! আহত বহু
  • হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা৷

  • ৩০০ মিটার খাদে বাস, মৃত অন্তত ৭ জন৷

  • আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা৷

VIEW MORE
advertisement
advertisement