কালিয়াগঞ্জ এর বছর ৫৬ র মামু দাস যিনি এলাকায় মামা নামেই জনপ্রিয়। তিনি অবাক করা এক বিস্কিটের কাপে চা খাইয়ে মন জয় করে নিচ্ছেন ক্রেতাদের।বিস্কিটের কাপে চা শুনতে অবাক লাগলেও বাস্তবটা এমনই। এই চায়ের কাপে মিলবে চকলেট বিস্কুটের স্বাদ। অর্থাৎ এক কাপ চায়ের সঙ্গেই মিলবে ফ্রিতে চকলেট বিস্কুটও। বেশ কিছুদিন ধরে কালিয়াগঞ্জের চা বিক্রেতা মামু দাস এই বিস্কিটের কাপে চা বিক্রি করছেন।
advertisement
আরও পড়ুন:
এই বিশেষ ধরনের এক কাপ চায়ের দাম মাত্র কুড়ি টাকা।এই চকলেট বিস্কিট দিয়ে তৈরি করা কাপে চা খেতে বহু মানুষ সকাল হতে না হতেই ভিড় জমাচ্ছেন মামা অর্থাৎ মামুর দোকানে ।মামু দাস উরফে মামা জানান অভিনব এই কাপে চা বিক্রি শুরু করেছেন তিনি বেশ কিছুদিন আগে থেকেই। মুহূর্তে সাড়া ফেলে দিয়েছে এই নতুন চকলেট বিস্কুটের কাপ। কাপের কারণে এরই মধ্যে ভিড় উপচে-পড়ছে দোকানে।
আরও পড়ুন: গরমে খালি আইসক্রিম খাচ্ছেন? শরীরের বড় ক্ষতি করছেন না তো! শুনুন ডাক্তারের মত
কালিয়াগঞ্জ এর বয়রা কালীবাড়ির সামনে প্রতিদিন ছোট একটি চায়ের দোকান খুলে বসেন মামু দাস। তার হাতে তৈরি চা বরাবরই জনপ্রিয়। কিন্তু এখন তার চায়ের পাশাপাশি তার চায়ের কাপ ও এলাকায় ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। মামু দাস জানান যে বেশ কিছুদিন আগে তিনি এই চকলেটের কাপ কলকাতা থেকে কিনে এনেছেন। বহু মানুষ আসছে তার এই দোকানে এই চকলেটের কাপে চা খেতে। কেউ বা আবার এত দাম দিয়ে চা খেতে না পারলেও দেখে চলে যাচ্ছেন এই অভিনব চকলেট বিস্কুট কাপ।
পিয়া গুপ্তা





